"স্মৃতি-চারণ"
ছোটবেলা হারিয়ে গেছে, বড় বেলার কাছে,
খেলতাম কত গুলি ডান্ডা চড়তাম কত গাছে।
দাদু ঠাকুমার হারানো আদর, শীতের দুপুরে হাল্কা চাদর -
আকাশ-বাণীর "অনুরোধের আসর "বিনা কা" গীতমালায় আমিন সাহানীর স্বর!
সে সব-ই যে আজ বড়ই অতীত, সে সব-ই যে আজ বড়ই নশ্বর;
তবু মাঝে মাঝে বুকের মাঝে হঠাৎ দেয় যে বড়ই মোচড়।
ন্যাড়া-পোড়ানোয় মজত সবাই, দোলের আগের রাতে;
দোলের দিনেও থাকতো ব্যস্ত, রঙ আবীর আর মাংস-ভাতে।
ফুটকড়াই আর মঠ্ খেয়ে যে দোলপর্ব হত শেষ,
সব আনন্দ মিলে-মিশে এই পরব হত বিশেষ!
অপেক্ষায় থাকতাম মোরা; নীল-খামেরই তরে,
পিওন চিঠি পৌঁছে দিত, সকল ঘরে ঘরে।
আজ-ও মন ছুঁয়ে যায় সেসব স্মৃতি তে :
পুজোর সময়ে জল-বেলুন আর নানা রিবনে-তে!
প্রবীণ বয়সে ঘরে বসে
প্রার্থনা শুধু একটাই;
আবার বিধাতা ফিরিয়ে দাও গো
বাল্যের সুমধুর দিন-টাই......-
চারপাশের মানুষগুলো ছোটোবেলাতেই ভালো ছিল
আজ ছোটোবেলাটা নেই মানুষগুলোও রঙ বদলাচ্ছে-
ছোটবেলার মেয়েটা দেখতে দেখতে বড় হলো, মা হলো আর মাঝ বয়সে ভাবলো ছোটবেলাটা কত সুন্দর ছিলো। ছোটবেলার সেই মেয়েটা বুড়ো হলো আর ছেলের বউয়ের গলাধাক্কায় নিজের সম্মান খোয়ালো।
-
তবুও ইচ্ছেটা মাঝে মাঝে মনে জাগে ,
আর তা বকা খাওয়ার উপকরণ হয়ে ওঠে ।
-
ট্রেন্ডই
সময়ের সাথে সাথে হচ্ছি সবাই ট্রেন্ডই
হোয়াটস্যাপ থেকে স্ন্যাপচ্যাট সবই থাক আপডেট
আলমারি সব ভর্তি এখন লো জিন্স র ট্যাংক টপ এ
সময়ের সাথে পাল্লা দিয়ে হচ্ছি সবাই ট্রেন্ডই
পলিটিক্স এর আলোচনা হচ্ছে এখন আউটডেটেড ভোট পাচ্ছে সেই মিডিয়া যাকে করছে কভার
রণবীর র দিপিকা আর ফ্যাশন ই তো এখন হট টপিক
সিঙ্গেল থাকা হচ্ছে এখন আউটডেটেড
তাই তো যেতে আসতে বন্ধুদের সেই একটাই দাবি
ভাই কাউকে একটা জোগাড় করে দে
পুজোতে এখন ইমোশনস এর ছে স্টেটাস বেশি ট্রেন্ডই
র ট্রেন্ডের সাথে পাল্লা দিতে দিতে হারিয়ে ফেলেছি so called "অউটডেটে" ফেলে আশা ছোটবেলার দিন গুলো
যেই সময়এ ইমোশনস গুলো ইমোজি তে বন্ধি ছিল না ইমোশনস গুলো ছিল তোর সাথে জন্মের ভাব র আড়িতে
ঠাকুর দেখে স্টেটাস দেওয়া নয়
তখন কাপ বন্ধুকে এর বারুদ এর গন্ধ মেখে থাকতো প্যান্ডেলএর আশপাশ টা র এখন তো ট্রেন্ডই নিকোটিন এর গন্ধে
বন্ধু গুলো কে তখন সোশ্যাল মিডিয়া এ করতে হতো না ট্যাগ দৌড়ে এসে ধাপ্পা দেওয়া ই ছিল সব
চলো না সবাই মিলে আরেকবার ফিরে যাই সেই so called অউটডেট ফেলে আশা ছোটবেলার দিন গুলো এ-
ছোটবেলাটা আর আসেনা।
ছোট্ট মমি আর লম্বা চুলের
বেনী বাঁধেনা।
মাথায় রোজ তেল মাখেনা।
ছোটবেলাটা আর আসেনা।
ঠাকুমার আদর আর পায়না।
কেনা আচার টার স্বাদ ভালোনা।
হাত পেতে সে কিছুই চায় না।
ছোট ছোট আবদার গুলো
মনেই থেকে যায়।
ছাদে উঠে ছেঁড়া ঘুড়ি ।
ছোটবেলার মামা বাড়ি।
আর পায়না।
ছোট বেলার বন্ধু গুলো বড় হয়েছে।
সবার মনে চিন্তা আর দ্বিধা হয়েছে।
নিষ্পাপ সেই ছোটবেলাটা
ছোটদের মাঝে খুঁজি।
বড় না ছোট আমি কি করে বুঝি ????
-অমৃতা
-
ছোটো বেলার আমার কাহিনী এ আলাদা ছিল ।
সব কিছু সরল ও সহজ অনুভূতি হতো।
দীদা ঠাম্মা দের ভুতের গল্প শুনে খুব খুশি হতো।
বিকাল হলেই সেই পিছনের মাঠে বন্ধু দের সাথে খুব খেলা হতো ।
ছোটো বেলার দিন গুলো এ মজার ছিল!
-
....ছোটবেলা....
ছোটবেলা অর্থাৎ শৈশব বলতেই মনে পড়ে হাজারটা রঙীন-মলিন স্মৃতিমাখা অবাধ স্বাধীনতার কিছু দিনের কথা। মা-বাবার আদর-শাসনভরা মুহূর্তগুলো, বোনের সাথে খুনসুটি, দাদু-দিম্মার সাথে খেলা, গ্রীষ্মের ছুটিতে মামারবাড়ি যাওয়ার জন্য তীব্র আনন্দ..আরো কত কি..আজকের এই কর্মব্যাস্ত জীবনে শৈশবের স্মৃতিমাখা দিনের দিকে কখনও কখনও ফিরে তাকাই, ফিরে তাকাতে হয়। কখনও ভাবতে ভাবতে ছলছল করে ওঠে দু চোখ, আবার কখনও হঠাৎই ফেটে পড়ি হাসিতে। তবুও সেইসব মুহূর্তগুলো আঁকড়ে ধরেই ভালো আছি।
-
ছোটবেলা থেকেই অভ্যেস--
মা যে রান্নাটা একটু কম করে সেটাই খুব বেশি ভালো লাগে আমার .....-