ঘুমহারা সব রাত্রিযাপন মনখারাপের কণ্ঠহার
তোমার জন্য কান্নাকাঁপন না-মেলা সব ইশতেহার-
খুব ক'ফোঁটা নাছোড়বান্দা বিকেল হয়েছে জমা
তুমি নেই তবু বারণ যাদের থামা-
হোকনা নারীর জঠর সদা-ই
প্রজন্ম কারখানা
প্রজন্মকে তবুও পৃথিবী
নারীর বলবে না-
সে আলো লিখলে ভোর হয়
কালো লিখলে কাজল
পাল লিখলে একটা রাজ্যে পাগলপাগল হাওয়া
ডাল লিখলেই কোকিল উড়ে আসে
সে জল লিখলেই জলপাইডালে প্রথম বৃষ্টিফোঁটা
ঢল লিখলেই বকুল ঝরে পড়ে
এক গানে তার জলের মতোন অব্দ পেরোয়
রজনীগন্ধা জেগে থাকে শব্দে-
ঘুম ধরেছে ঘুণে/আফিফা আফুন
আমি ঘুমুই
কিংবা ঘুমুই না
দুটোই একএক লাগে কখনো
একফোঁটা বর্তে গেলোনা ঘুমিয়ে জীবন।-
Every Poet is a Killer.
Killer of Ugliness.
Someone kills a few,
Someone many.
-
একটা ফুল কিনতে গেলে
একটা ইন্টারভিউয়ের দেরি হয়ে যায়
আর কিছুখন বসতে দেয়না
কালেজ যাবার তাড়া
যেটুকু সময় ছাইপাঁশ লিখালিখি
ভালো সিজিপিএ সেটুকু সময় চায়
আঙুল আকাশ মানুষে রোজ রোজ ঢুঁ না মেরে
বারোনম্বরে কিছু পার্টটাইম ফাঁদা যায়
-
সাধারণ এবং ভালোবাসা/আফিফা আফুন
ভালোবাসি মানুষের তোমাকে,তোমার মানুষ
আমি তোমাকে চাই আর সাথে
সমস্ত মানুষ;তোমার দেশপ্রেম ভালোবাসি আর
ভালোবাসি অনাথার তোমাকে স্মরণ
-
Your Father nudely
& your Boyfriend coatedly
Insist that
Women may not be
Taken care of
By the ones
They are supposed to.
But they must
Take care of
The ones
They are supposed to.
Society is nothing but they.-