ঘুমহারা সব রাত্রিযাপন মনখারাপের কণ্ঠহার
তোমার জন্য কান্নাকাঁপন না-মেলা সব ইশতেহার-
13 MAR 2021 AT 21:21
15 AUG 2020 AT 12:44
খুব ক'ফোঁটা নাছোড়বান্দা বিকেল হয়েছে জমা
তুমি নেই তবু বারণ যাদের থামা-
19 JUL 2021 AT 20:39
প্রেমহীন কতজন বেঁচে আছে মনখারাপের ফাঁকে
ক্ষয়েযাওয়া সেতুও বহুদিন বয়ে যায় তোমাকে আমাকে
-
18 JUN 2021 AT 13:22
যত করেই হাসি আজও ভেতরটাতে কান্না রয়
যত আলো সাজাই আজও অন্ধকারের গন্ধ কয়-
21 JUN 2021 AT 20:58
দুর্বল বলে যবে অবহেলে চিড়টিরে ভুলে থাকা,
সেদিনের বীজ আজ মহীরুহ ভী'য়ের মতোন ফাঁকা-
30 AUG 2021 AT 21:24
জাদুকরী জাত্যভিমানিনীরে নাই বা জেনো;
এই এ সালংকারা প্রতিদিন তবদ্বারে মাধুকরী হয়েছি,প্রিয়
-
28 JUN 2021 AT 20:26
ভুল করে চলে এলে কাছে ঝটপট ফিরে যেও
আমিতো দ্রষ্টা নই,জলমাত্রেই ভাবি পেয়-
26 JUL 2021 AT 18:53
একটা রূঢ় প্রত্যাখানে ভাঙবি কিরে মনটা মোর
দিনশেষে দেখ ছন্দ পালায় মাটির মানুষ আমিই তোর-
11 SEP 2021 AT 21:30
ওরা হাইভোল্টেজ বাতি জ্বেলে বলে কোথাও কোনো কালো নেই;
ভেতরে সবাই জানে-কারোরই মন ভালো নেই।
-
2 AUG 2021 AT 20:45
যার শোনবার মানুষ আছে তার জমে ভাই অল্প কথা,
যার কেউ নেই উপশমের,তার ঝুলিতে সকল ব্যথা।-