QUOTES ON #SAVE_DOCTORS

#save_doctors quotes

Trending | Latest
14 JUN 2019 AT 21:10


It is indeed a shame that
we are facing such situations,
where we have come up with these #SAVE_DOCTORS
#SAVE_A _SAVIOR

-


16 APR 2021 AT 17:46

कभी सफर करो महोदय,
कोरोना आई.सी.यू.में हमारे,
तब समझ पाओगे दर्द हमारा;

मुसाफिर हैं हम भी आपकी राहों में
हम भी ना रहें तो बोलो,
कौन करेगा इलाज़ तुम्हारा।

(सन्दर्भ:-एक कोविड आईसीयू ड्यूटी में
कार्यरत डॉक्टर )
............... #yoursआशीष ✍️😷🙏

-


15 JUN 2019 AT 22:24

আরো একবার থমাকালো সে, এ শহর আজ বিষাক্ত মদের কারখানা,
একে একে কবরে সজ্জিত লাশ, শিল্প,শিক্ষা, সাথে এবারে নাম লিখেছে ডাক্তার !!!

যে পচন তন্তে ফুরিয়েছে গণতন্ত্র, তারা কেউ মানুষকে চেনে না সকলেই ক্ষমতার দাস,
বিভেদের পাঁচিল ফুরে রোজ রাতে খুন হয় প্রতিবেশী, জাতের অছিলায়,

যে দুয়ারে রোজ হাজার ভগবান মাথা নত করে, তাদের কারো আজ কপাল ফাটা,মাথা ভাঙ্গা.!!
এ চর্চিত সেবা ঘরে সবাই মানুষ, পদবীতে কেউ পৃথক নয় হোক ব্যানার্জী বা আলী;

তোমরা সবাই গন্ধ পেলে জাত খোজ, বাজার দরে মনুষ্যত্ব পায় লোপ..!!
তুমি শাসক তাই গলা টিপতে পারো, শিক্ষার জোর ছিলো তাই হয় নি মাথা খাটো,

এ শহরে যে কবি কবিতায় কনডম বেঁচে বিলেত যায়,তাদের কলমে পড়েছে তালা,
বুদ্ধিজীবির পাঁজর ফুটো, যদি পাও ক্ষমতা, বিক্রি তবে শিরদাঁড়া,

এখন শুধু লাখে লাখে লাশ মরবে ওদের বাঁচাবে না ভগবান হোক আল্লাহ,
জীবন্ত দেবতা খুন হলে, কেমন ঝর ওঠে বুঝেছে জনতা থেকে ক্ষমতায় থাকা দিদি টা..!!

শিক্ষা স্বাস্থ্য ধুঁকছে সবাই, দাপট শুধু বখাটে ছোকরার,
এ শহর ভীষণ ঝাপসা, যেনো আজ বিষাক্ত মদের কারখানা,















-