Rajesh Hossain Molla   (-)
75 Followers · 33 Following

read more
Joined 12 April 2018


read more
Joined 12 April 2018
14 SEP 2021 AT 21:56

শুরু করতে করতে মুছে ফেলি অতীতের পিছু টান,
যা কিছু লেখা ছিল সাদা কাগজের মাঝে,
আর কষে রাখা ছিল যেসব হিসাব
পুড়ে গেছে তা আগুন মাখা চোখের তাপে,

নিরবে থাকা লোক গুলোয় বোমা হলে,
ধ্বংস হবে আবেগ অনুভূতির দাম,
অবসরের চেয়ার ধরে বিষাদ নেমে,
ফুরিয়ে আসে বেচেঁ থাকার মেয়াদ,

স্পর্ধার থেকে উচুঁতে উঠলে হাত,
বিশ্বাস ভেঙে ধসে পরে ঘর,
পথ থেকে একবার হারালে জুতোর ছাপ,
লেখা হয় বিলুপ্তির শেষ সংরক্ষণ,

শেষ পথে জীবনে আঁধার হলে
আমরা শিখি শূন্যের ব্যবহার,











-


27 APR 2021 AT 12:32

অল্প অল্প করে জমানো গল্পেরা,
একদিন উপন্যাস হয়ে লিখে রাখবো হৃদয় মাঝে,
হারিয়ে গেলেও প্রতি পাতার মাঝে মাঝে তোমার স্পর্শ, তোমার অনুভূতি,
প্রতি অক্ষরে অক্ষরে তোমাকে নিয়ে সাজানো সব আবেগের সমারোহের,
সংগৃহীত বুনিয়াদে আফিমের মত তোমাকে নেশায় পরিণত করে ফেলবো,
ঠিক যেমন উপন্যাসের বইতে প্রধান চরিত্রের প্রতি আমাদের নেশা জন্মায়,

️ঠিক তেমন কিছুর অপেক্ষায়..!!

-


26 APR 2021 AT 10:38

সব দূরত্বই একদিন শেষ হবে, একদিন মুখোমুখি হবে আমাদের আলাপ, শহরের জমায়েত ছেড়ে কোনো নির্জন দেশে, ঠিক যেখান থেকে পাহাড়ের সীমানা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার স্পর্ধা শেখায়, ঠিক যেখানে মেঘেদের মিছিল করে ছুঁয়ে যায় আমাদের স্পর্শ, জানি সেই নির্জনে একান্তে বৃষ্টির ফোঁটা যেমন ঘাসের উপর নুইয়ে পরে, তুমি ও একদিন দূরত্ব ভুলে বৃষ্টি হয়ে নেবে আসবে আমার শরীর জুড়ে..❤️❤️

-


26 APR 2021 AT 10:22

দুচোখ জুড়ে মন খারাপি ভুলে, অজানা সব মহামারী উপেক্ষায় থাক আমাদের ইতিহাস জুড়ে, জীর্ণ শহর জুড়ে যত দূর জুড়ে কোলাহল ও কান্নার শব্ধ, থেমে যাক তোমার সদর দরজার আগে, আমাদের বেচে থাকার আবৃত্তি বেচে উঠুক তোমার ঘরের ব্যালকনি থেকে করিডোরে, অপেক্ষায় থেকো এমন একদিন তোমার দরজায় গোলাপ রাখবো, আর আলিঙ্গন করে ভুলিয়ে দেবো সব মন খারাপের কারণ, আর ইতিহাস হয়ে থেকে যাবে সেদিন মহামারী, তুমি আর আমি একইসাথে এগিয়ে যাবো আর একটা নতুন ভোরের সকালে ❤️❤️❤️

-


7 MAR 2021 AT 12:06

খেলা মেলা চলবে না,
বেসরকারিকরণ হইবে না,
পোকরা তবু বেচব না,
গদির নেশায় থাকতে হলে,
বলুন এবার চাকরি হবে.? চাকরি চাকরি চাকরি হবে...

লাখো শ্রমিক পরিযায়ী,
রাজ্য ছাড়া বিলেত পারি,
ঘরের ছেলে ঘরে থেকে
বলুন কবে চাকরি পাবে.?চাকরি চাকরি চাকরি পাবে

আবির খেলা সেদিন হবে,
যেদিন বেকার চাকরি পাবে,
দুধের সোনা মিলবে সেদিন
যেদিন দিলীপ খাটাল যাবে,
ধর্মের মোহে কাফন তুলে
বলবে সবাই চাকরি হবে.....

রামের বামে পীড়িত ভুলে,
বিজমূলের চুক্তি শেষে,
ন্যায়ের কথা বলুন এবার,
খেলা ভুলে এবার আসুন চাকরি দিতে, চাকরি চাকরি চাকরি দিতে.....





-


7 MAR 2021 AT 11:57

বছর বছর জালিয়াতি, টেটের বেলায় কাঠমানি,
ছাত্র যুব বেকার তবে, বলুন কবে চাকরি হবে, চাকরি চাকরি চাকরি হবে..?

বিজেমূলের ফন্ধিফাঁদে, ফাসবে না আর জাঁতাকলে,
ধর্মের টোপ সরিয়ে এবার,বলুন কবে চাকরি হবে, চাকরি চাকরি চাকরি হবে.?

যুবক ওই ভাইটি আমার,হচ্ছে যখন ইঞ্জিনিয়ার,
বেকার জ্বালায় মরার আগে,
বলুন কবে চাকরি হবে,চাকরি চাকরি চাকরি হবে.?

বুড়ি মায়ের সন্তানেরা, ভাতের জ্বালায় কান্না ধরে,
কলকারখানা ওই খুলবে কবে,
নতুন করে সেদিন তবে, বলুন এবার চাকরি হবে...চাকরি চাকরি হবে .?

চপের তেলে সার্টিফিকেট ভেজে, শিল্প গেছে অনশনে,
মাটির নেতা মমতা ময়ী, বলুন কবে চাকরি হবে.?

হবু মাস্টার চোখের জলে, সুর তুলছে ইনক্লাবে,
ময়দানে তে থাকতে হলে,
এবার চাকরি দিতে হবে, চাকরি চাকরি চাকরি দিতে হবে.?

কোপ পড়েছে গ্যাসের দামে, মোদী দিদির কারিশ্মাতে,
ঘুম উড়েছে গরীব ঘরে, খেলা ভুলেই এবার বলুন চাকরি হবে, চাকরি চাকরি চাকরি হবে.?



-


10 FEB 2021 AT 9:41

এই পুতুল পুতুল খেলায়, কত দিন আর ভিজিয়ে মরবো পাশবলিশ ও বিছানায়,
একটা ট্রেডি দেওয়ার পরে, কেনো জেগে ওঠে আমাদের ভিতরে থাকা জানোয়ার..!!

-


9 FEB 2021 AT 13:43

যতবার খেয়েছি, সমৃদ্ধ হয়েছি তোমার দেওয়া ভ্যানিলা আইসক্রিমের আহ্লাদে...
আজ গা গুলিয়েছে ভীষণ, ফেরার সময় ওষুধের দোকান থেকে, ফিরো চকলেট ফ্লেভার নিয়ে,

-


25 JAN 2021 AT 7:38

এ যাপত যত অনুভুতি ছিলো তোমার নামে,
আজও বন্দি থাকে কাগজে মগজের গোপন করিডোরে,
চোখের কিনারায় এক বইতে থাকা নদী,
ভেসে যাওয়ার দেশে, আমি অপেক্ষারত ভিনদেশী,

মূর্ছা যাওয়ার আগে, তোমার নীরবতা ভাঙার আবদারে,
আমার সাজানো শহরে,আর শেষ আর বেলার একফালি শীতে,
রোদ মেলা দুপুরে, যদি মিশে যাও জামার কলারে..
সেই আলো রেখা ধরে, আতর হয়ে মিশে যাও শরীরে...

আমি অন্ধ অনূভূতি নিয়ে, চিনে যাই তোমার স্পর্শ,
আর ফেরত যায় নদীর কাছে, রেখে গল্প অসম্পূর্ণ,
জানি একদিন মিলবে পথ, চিঠি আসবে কোন এক ডাকে,
সেদিন আর ভুল হবে না, ফিরতে বসন্ত আমার পাড়ায়...

-


24 NOV 2020 AT 9:51

ঋতুচক্রের পালা বদল, সময়ের মত পরিবর্তনশীল মানুষ, উৎসব থেকে ছুটির দিন ফুরিয়েছে সদ্য, বাতাস থেকে পূজা পূজা গন্ধ ফুরিয়ে আসছে,
অপেক্ষারত পৌষ নিম্ন পারদের চাদর নিয়ে দাঁড়িয়ে আছে শহরের কোনায়,

চাষীরা সবে ফসল তুলেছে তাদের চিলেকোঠায়, ঝকঝকে রোদ আর নীল নীলিমার মাঝে মেঘেদের দিনযাপনের অপরূপ দৃশ্য প্রান্ত জুড়ে, পসরা সাজিয়ে সেজে উঠছে শহর একটা ধ্বংসস্ত্বক বছর কে বিদায় জানাতে,

কম্বল চাদর গুলো জড়তা ভেঙে বেরিয়ে আসছে সুটকেস আর স্টোর রুমের ভিড় থেকে, কাশ্মীরি উলওয়ালা গুলো সবে পা রেখেছে হাওড়া ও ধর্মতলা চত্বরে, কম্বল ও নতুন সোয়েটার দিয়ে শহর কে উষ্ণতার চাদরে মুড়িয়ে ফেলার আশায়,

মাস্কের প্রয়োজন ফুরিয়ে দেবে মাফলার আর মানকি টুপির বাঁধনে, চায়ের দোকান গুলোর ভির কমে আসে কুয়াশার চাদর ঘন হলে, পাড়ার মোর গুলো ছেলেপুলে জুটিয়ে কাঠ জ্বালিয়েছে আগুন থেকে এতুট উষ্ণতা উপভোগের জন্য, পাহাড় থেকে সমুদ্র সর্বত্র ভিড় বাড়ে ভ্রমণপ্রিয় বাঙালির, একটা ধোঁয়াশা ও কুয়াশার চাদরে শহর কে মুড়িয়ে ফেলে, শিশিরের ফোঁটা ফোঁটা ছড়িয়ে আছে ঘাসেদের সাম্রাজ্য, একটা অপরুপ স্নিগ্ধতা নিয়ে ফুরিয়ে গেছে হেমন্ত,

ঠিক সেসময় খোলস ছড়িয়ে আলসে দুপুর আর বাঙালির চড়ুই ভাতির আর পিঠে পুলির আর ভ্যাকসিন নিয়ে শহরে প্রথম শীত এলো....

-


Fetching Rajesh Hossain Molla Quotes