পিনচ্যাটে আটকে রাখা ব্লকলিস্টের কি-বোর্ড টাও বড্ড অভিমানী,
বেহায়া চোখ ব্যাকস্পেসেই আটকে থাকে, যদিও লাস্ট সীন ইনভিজিবল জানি।-
অতীত স্মৃতিতে রজনী আজ রূপকথার দেশ,
প্রাক্তন তকমা লেগেও বর্তমান নিশাতে রয়ে গেছে তার রেশ।
-
বিন্দু নাকি অতি ক্ষুদ্র, গুরুত্ব তার নেই, সরলরেখার বিদ্রূপে ঠোঁটের কোণে হাঁসি,
আমার নগন্যতায় তোমার ব্যাপ্তি, উৎস থেকে মোহনা তুমি আমাতেই বন্দী।-
মুখোশধারী অশ্রু আর বৃষ্টির জলের পার্থক্য বোঝা দায়,
বর্ষায় ডার্ক-সার্কেল আর মধ্যবিত্ত কাজলের পার্থক্য বোধহয় বোঝা যায়।-
যখন ভেতরের কষ্ট চাপা দিয়ে মুখে তুমি ফেক হাঁসি আনবে,
যখন কৃত্রিম প্রসাধনীর আড়ালে ঢাকবে ভেতরের ঝলসে যাওয়া রূপকে,
তখন বুঝবে তোমার মধ্যে ম্যাচিওরিটি এসে গেছে।
অন্তরআত্মা পর্যন্ত কেউ পৌঁছতে পারেনা, তাই তোমার মুখের আড়ালে থাকা ফেক হাঁসি আর কৃত্রিম প্রসাধনীর আড়ালে থাকা ঝলসে যাওয়া রূপ কারুর চোখে পড়বেনা। আর যদি কেউ এসব পেরিয়ে অন্তরআত্মা পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তাকে সসম্মানে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করা উচিত।-
প্রোফাইলটা ব্লকড নয়, তবুও চ্যাট পিনড অপশনই ভরসা, একাকিত্ব জুড়ে তারই বিচরণ,
কিছু মাধূর্যময় সময় ও অন্তরাত্মাকে ছিন্নভিন্ন করে, নামকরণ যখন প্রাক্তনের স্মৃতিচারণ।
-
"বিষ-শ্বাস" কে "বিশ্বাস" করে স্বার্থপরতায় বাঁচি প্রতিনিয়ত,
অভিনয়ের দক্ষতায় ঊষার স্পর্শে চোখের জলটা বড়োই অজ্ঞাত।-
প্রেম বিচ্ছেদে ক্ষতবিক্ষত মোদের মন, পরিত্যক্ত হৃদয় কানন, দোষী প্রাক্তন,
সমস্যাটা নিজের, স্বার্থহীন ভাবে ভালোবাসতে অক্ষম,ব্যাকস্পেসহীন মানব জীবন।-
কম্পাসের আঘাতের ঘনঘটা
কেন্দ্রটাও অনুভূতিহীন একশো তিন জ্বরে,
বিনামূল্যে নিলামে ওঠে
যা কিছু ছিলো তোমার তরে।-
বিরহের ছাই ভরা অ্যাস্ট্রেতে,
কথোপকথন আজও বন্দী
ব্লকলিস্টের প্রোফাইলটাতে।-