When one chapter ends, it signals to commence anew.
-
28 MAR 2021 AT 9:39
খোলস ত্যাগ করে দাড়িয়ে আজ নতুন দিগন্তে,
নতুন করে রঙ লাগাব আজ এই বসন্তে।
পূর্ণিমায় পূর্ণতা পেল আমার অতীত মন্থন,
চোখের পাতায় ভর করে আজ এক নতুন জীবন।
শরীরে মাখি আভা আবীর আজ আবার নতুন করে,
শীতের শেষে বসন্ত এসে দাঁড়িয়েছে যে আমার ঘরে।
চাঁদের মতই এযাবৎ অন্ধকারকে আমি বুকে করে,
আলোয় হচ্ছি উদ্ভাসিত আজ এই নতুন ভোরে।
সুখ- দু:খ দুই নিয়েই তো এই জীবন চলে,
এত গুলো বছর বেঁচেছি যখন, আগামীও দেব কাটিয়ে।
আজ আর নেই কোন পিছুটান, নেই কোন দ্বিধা-দ্বন্দ,
আমি নিজের শর্তে বেঁচে আছি,এতেই তো আনন্দ।-