রক্ত রাঙা আলতা পায়ে যাবো যেদিন ওই পাড়ে।
অন্য মানুষ আলাদা অনুভূতি শুরু হবে নতুন জীবন।
-হয়তো তুমি বলবে আমায় ..কি করে থাকবে অচেনা জায়গায়???
- আমি বললো.. "বিশ্বাস"...
যেটা রাখার দায়িত্ব এখন তোমার ❤️
-
অগণিত ক্ষতের দাগ; অবহেলিত পিছুটান, আজ জীবন নিয়েছে পথের বাঁক
মরচে পড়া স্মৃতি আগলে, মনটা নাহয় অগোছালো হয়েই থাক ।।-
तुम पास तो आते हो रोज मेरे ,
बस नींदों की गहराइयों में ....
मेरे होंठ तुम्हें छूना चाहे हर रोज ,
जाके तुम्हारे सपनों की लहरों में ।
एक दफा मौका तो दो मुझे !
की डूबा दूं खुद को तुम्हारे नशे में ।
एक बार मुझे अपने सीने से लगा कर तो देखो !
ये रूह हर रोज तुम्हारे लिए ही तरसते हैं ।-
শুকনো পাতায় বর্ষা নামলে, চোখেরই বা কি দোষ এমন।
অভিমানের দ্বন্দ্ব বাড়ে, সমান্তরাল থাকে ঐ রেললাইন যুগল
পাশাপাশি চললেও যে, স্পর্শ করা বারণ !
সঠিক সময় দাবার চালে মস্তিষ্ক বরাবরই জিতে ফেরে ,
মনের তো অজস্র জ্বালা, দগ্ধে মরে, মনকেমনের ঘরে ।-
বৃষ্টির দিনে কেমন জানি
দুঃখ পাই নিজের কারণে।
ভুলে যাওয়া ভুল গুলো মনে কোণে উঁকি মারে...!-
For You, The Sorrows😔 Of Many People Are Covered With The Mask🎭 Of Happiness☺️.
True Or False☹️, You Always Help People To Express Their Feelings❤️ In Short way🤗.....
😘🥰Thank You Very Much For That🥰😘
✿✯✿ ✿✯✿ ✿✯✿ ✿✯✿ ✿✯✿ ✿✯✿ ✿✯✿
(\_/)
(ʘᴗʘ)
( ❤️ )
(/ ̄\)
❤️ᕙ ✿HAPPY WORLD EMOJI DAY✿ ᕗ❤️-
তাই তো, প্রখর রোদেও তোমার বুকে খুঁজি প্রেমের ছায়া ।
আকাশ জুড়ে মেঘের কোলে, একপলসা বৃষ্টি এলে
হারাবো দুজন পাহাড়ি দেশে ; বুনো ফুলের ভিড়ে ।
নিয়ন আলোর স্মৃতির ঘোরে , সুখটা খুঁজি বিভোর হয়ে
রক্তাভ সূর্যের অন্তিম আলোর ছটায় .....
হঠাৎই দেখলাম স্বপ্নেরা জড়িয়ে কাঠগোলাপের মায়ার নীড়ে ।।-
অস্তমিত; সূর্যগামী লালে ঢাকা
বেপরোয়া স্বপ্নের বাস !
বেচেঁ থাকার অঙ্গীকারে
সবই যে হয় নষ্ট চাষ ।।-
বাস্তবের পাতায় স্বপ্ন ঘেরা মিথ্যে জীবন ,
ভাঙা গড়ার খেলায় এভাবেই মেতে আছে মন ।।-