মূলত মানুষ লেখে কেন??
আত্মপ্রকাশ,নাম,যশ,খ্যাতি,অর্থ, অনুভূতির বহিঃপ্রকাশ ইত্যাদি ইত্যাদি।
আমি লিখি সেই সব মানুষদের জন্য যারা সারাটা জীবন তাদের দুঃখ-কষ্টগুলো বুকে জড়িয়ে রাখে নিঃশব্দে।
যদি আমার কথাগুলো একটু হলেও তাদের মনে রেশ রাখে,আমার লেখার মাধ্যমে তারা আমায় বোঝে-চেনে,তাদের হৃদয়ের এককোণে ঠাঁই দেয় তাতেই আমার কলমের কালি ও আমি সার্থক।
-
4 DEC 2017 AT 23:35
22 AUG 2018 AT 11:07
ধোঁয়াশার আগলে বন্দী যতবার হয়েছে আমার আবেগ
শহর আমায় দিয়েছে সুধাভরা, কিউমুলোনিম্বাস মেঘ।-
6 JUL 2020 AT 15:53
উদ্দেশ্যহীন ঘুড়িটা!
কখন যে সুতোটা কেটে গেলো
টের পেলাম না!
শেষে কোথায় যেয়ে থামবো তাও জানিনা।
একবার সুতোর বাঁধনগুলো শক্ত হলে মন্দ হতো না।-
18 APR 2022 AT 15:45
❝উদ্দেশ্যহীন, গন্তব্য বৃথা
গন্তব্যহীন, লক্ষ্য কেবল দ্বিধা!❞-