এই শহরে আমার সকালটাই বেশ প্রিয়
জানলার কাঁচ বেয়ে বৃষ্টি নামার মুহূর্তটাও।
নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে দিতে,
দু'টো কবিতাবীজ বুকের উঠুনে পুঁতে দিই।
তারা বৃষ্টির স্পর্শে জেগে ওঠে –
সকালের রোদে মুক্ত আকাশের পানে ছুটে...
২১ আগস্ট|সোমবার ;২০২৩ইং
চকবাজার |চট্টগ্রাম মহানগর-
▪️ 5 Feet 5" is my hight & weight is ... read more
এভাবেই কেন বৃষ্টি নামাতে হবে—
নোনাজল হয়ে চোখের কোণে....
প্রেমের চেনা গল্পটা একটু ভিন্ন হবে—
তোমার আমার ভালোবাসার টানে....
-
'আষাঢ়ে গল্প'
অপেক্ষা বাড়ি ফেরার,
আগন্তুক জীবনযোদ্ধা সৈনিকের —
তবু সে মেঠোপথে হাঁটে,
রোদের পোড়া গন্ধ লেগে থাকে গাঁয়ে...
নদীর দু'ধারে বিজন ভূমি;
কোথাও কেউ নেই, এই যাত্রাপথের—
থমকে আছে মেঘ এই শহরে একাকিত্বের...-
নীরবে ঝরা পাতার মতন, হঠাৎ আমিও নিখোঁজ হব সেদিন —
রবে শুধু তুমি আর স্মৃতি, তবু চোখ বুলিয়ে নিও খানিক চিরসবুজে....-
'বর্ষা'
বর্ষার মৌসুম এসেছে হঠাত
আমকে কিছু না জানিয়ে-ই,
শ্বেত পায়রা দল বেধেছে
ঠিক মাথার ওপরে!
বৃষ্টি এসেছে দমকা হাওয়ায়
সমস্ত সবুজের সমারোহে,
চড়াই; শালিকের অগোচরে!
ছাতাটা খুঁজে চলেছি,
চাচাকে বাড়ি এগিয়ে দিব!
ভিষণ সরল মানুষ তিনি,
বৃষ্টি ভিজে একাই ফেরেন!
মন চাইছিল পেছন দিকে ছুটি
মায়ায় বাধানো চাচার ঠুনকো ঘরে,
সবকিছু অতিক্রম করে
ভালোবাসার ঘোরে!
গ্রাম্যজীবনের অবিচ্ছেদ্য
সবকিছু মোহ নয়,
এমনও কিছু তীব্র
প্রতিজ্ঞা আড়ালেই রয়!-
জোয়ারের মতন ফুঁসে ওঠে ঠোঁট —
এলোমেলো চুলের গন্ধে, শান্ত চিরল পাতার রোদ —
ডিঙি নৌকোর পালে লাগলে হাওয়া তরতর করে ছুটতে পারে সে!-
অতিক্রান্ত সময়,
একঘেয়ে একাকিত্বময়।
বিষাদের মেঘ,
বয়ে যায় নীরবে কান্নাসিক্ত আবেগ।-
কত মেঠোপথে তোমার অপেক্ষা অপেক্ষায় দিন গুনেছি, বৃষ্টিতে ভিজবো না বলে প্রতিজ্ঞা করেছি –
আগামির অপেক্ষায় কতো গতকাল কাটিয়েছি, তোমাকে চিঠির আমন্ত্রণ জানাতে চেয়েও হাত গুটিয়ে নিয়েছি...
-