Swastik   (স্ব স্তি ক)
5.0k Followers · 4.9k Following

Joined 4 June 2021


Joined 4 June 2021
14 JUL 2023 AT 12:57

ও হে অন্ধপাখি
রোজই যে তোরে সুধাই আমি, শোনাবি একটা গান ?
যে গান শুনে চোখের জলের বৃষ্টিধারা বইবে ওই কালো চোখ দুটির কোলে..
জানি তুই অন্ধপাখি
তাবলে কি তোর অশ্রুও গেল শুকিয়ে
কান্না ভেজা গলায় কেন গেয়ে উঠিস না, মন ভাঙা সাত সুরের তান।
অন্ধ হলে কি বোবাও হতে হয় বুঝি ?
দেখনা একবার বজ্রপাতের মত চেঁচিয়ে
ভেঙে দেখ তোর ওই জমে বসা নীরবতা
এই ধরাও যে তোর অপেক্ষার উল্টো পানে অপেক্ষাতেই রয়েছে
তোর সাত সুরের ছন্দে নতুন বর্ষায় নতুনের পদ্য লিখবে বলে
তুই যতই বোবা হতে চাস
তোর প্রাণে কান পেতে আমি শুনেছি হাজার মেঘের হাঁপিয়ে ওঠার শব্দ
ওরা যে পাগলের মত দৌড়াচ্ছে, হাঁপিয়ে উঠেছে গর্জিয়ে উঠবে বলে
চোরা বালির মত জমছে সেথা, এবার ওদের গর্জাতে তুই দে
বৃষ্টি হয়ে শুকনো কুয়োর পানে ঝড়তে ওদের দে
নিস্তব্ধ বিদ্যুতের আগুন নেভা এবার, হল তো অনেক কাল
পুড়ে যাওয়া ছাই গুলোকে এবার উড়ে তো যেতে দে
এক ডালে মরা পাখির মত বসে থাকবি আর কদিন
চিলেকোঠায় ভাঙা জানলার পাশে বসে থাকা ওই কালো মেয়েটার
দিকে একবার মনের চোখ দিয়ে তাকিয়ে দেখ
যেন তোরই সামনে আয়না ধরা হয়েছে
কিরে এবার তো একটু হেঁসে বল,
অন্ধের সামনে আবার আয়নাও ধরা যায় বুঝি ..
ওঠ নারে পোড়া কালো মেয়ে , ওঠ এবার
দয়া কর আমায়, আর ওই ভাঙা চিলেকোঠার ভার বারাস না
ও যে এবার ভেঙে টুকরো হয়ে যাবে
আয় এবার বেরিয়ে আয়, বর্ষায় নতুন বীজ যে আবার তোকেই বুনতে হবে।
-স্বস্তিক

-


13 JUL 2023 AT 19:13

বর্ষা তার নাম
নিজে ভেজেনা সে, ভেজাতে শুধু পারে।
আসে কত মানুষের আনন্দের জলের সাক্ষী হয়ে
যায়ও কত মানুষের চোখের জলের চড়া দামটি নিয়ে..
আনন্দের দামটাও ধারে রেখে যায় না
সুদে আসলে নিয়েই তবে সে যায়।
রুক্ষ মাটির বক্ষ্যে সবুজে শস্য শ্যামলা করতে তার আগমন
আবার ওই চাষি ভাইগুলোরই ঘর বানে ভাসিয়েই হয় তার গমন।
কত শিশু সেদিন আনন্দে বৃষ্টি ধারায় নাচে..
আবার উল্টোদিকেই কত শিশু ঘর হারিয়ে চোখে অশ্রুধারা নিয়ে বাঁচে।

গ্রীষ্ম তার নাম
সে নিজে ঘামে না, অন্যকে ঘামাতে সে আসে।
শীতের কনকনে ঠান্ডায় ওই যে এবার রোদের পলক
এই বুঝি শীত গেল..
কিন্তু গেল এখনও ফিরে এলোনা কেন?
ওই খেটে খাওয়া মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দেখ
সুয্যি মামা ওপর থেকে যেন হেঁসে বিদ্রুপ সুরে তাদের দিকেই তাকিয়ে বলছে ,
' কই দেখি তোদের ক্ষমতা কত দেখি, কেমনে খেটে খেতে পারিস তোরা দেখি।'

শীত তার নাম
সে নিজে হিমে জমে না, অন্যকে জমিয়ে দিতে সে আসে।
বাবা! গরমটা মনে হয় গেল এবার,একটু যেন শান্তি..
শান্তি! বড়ই যে হাঁসালি..ওই রাস্তার পানে তাকিয়ে দেখ
শুয়ে থাকা মানুষগুলো একটা কম্বলের আশায় চাতকের ন্যায় চেয়ে
অভাগী ওই ছোট্ট শিশু গুলোর খেলে বেড়ানো পা গুলো
ঠান্ডায় আজ স্তব্ধ, কাঁপছে শুধু দু মুঠো না খেয়ে।

সত্যি এ যে প্রকৃতির খেলা
কিন্তু প্রকৃতি এ খেলা ওই দিনদুখী খেটে খাওয়া মানুষগুলোর সাথেই খেলে কেন?
বাকি অংশ 👇🏻

-


12 JUL 2023 AT 14:54

স্বপ্ন আঁধার

নেইকো তাদের নেইকো কিছু হারিয়ে যাওয়ার মত
নেইকো তাদের নেইকো কিছু লুকিয়ে রাখার মত
হয়না ওদের মাংস ভাতও হয়ও না সিদ্ধ ভাত
হয়না ওদের নতুন বছর.. হয়ওনা ওদের জন্মদিনের বাতিরাঙা রাত।
দেখেনি ওরা 'mall' এর বাহার চাখেওনি 'resturent' এর খাবার
নতুন জমা নতুন প্যান্টের আশা ওরা রাখেওনা কোনোবার।
শেখেনি ওরা স্বপ্ন দেখতে শেখেওনি লেখাপড়ার মাপ
জানে শুধু খালি পেটে বইতে নিজেদের চিরকালের অভিশাপ।

"সন্ধ্যা গড়ায় রাতও গড়ায়
তাও কি বাবা আসবেনা আজ মা?
আজও কি বাবার আনা খাবার কিছু
সৈবেনা আমাদের মা?
আসলে বাবা আমাদের বড়ই বোকা
জানেই না এই ছোট্ট পেটটা কোনটুকু খেতে চায়
রাতেরবেলায় তাই চুপিচুপি লুকিয়ে দ্বারের পাশে এসে দাঁড়ায়।
ভাবে আমরা ঘুমিয়ে কাতর নেইকো কোনো সাড়া
কিন্তু মা বল তুমি, খালি পেটে কি ঘুম হয় কি কখনো ভরা!
আসলে পেট আমাদের বড়ই দামী সয়না কোনো খাবার
তাইতো কোনো দোষ দি নাকো কিছু না আনার পরও বারবার।
জোরও তো আমরা করি নাকো পাছে বাবা ফিরে না আর আসে
দিনের শেষেই আমাদের পেট ভরে যায় মনভরে যায়
ঘুমের নেশায় বাবার ওই করুন মুখটি দেখে
এরপরেও কেমনে বল প্রশ্ন করি, কিছু এনেছো আজ বাবা?
বাবাও যে আমার শুকিয়ে আছে,হয়েছে আধমরা
এতেই আমরা সুখে আছি দুখে আছি আছি দিন গুনে
ভেবে কাটাই আশায় থাকি যদি কোনোদিন খাবার আসে খাব খুশিমনে।
এই আশা টুকুই আমরা মনে বাঁধি, রাখি মনের কোলে
বাকি অংশ👇

-


11 JUL 2023 AT 16:19

অন্য এক বর্ষা

বর্ষা সবার খুবই প্রিয়..তাই না?
শুষ্ক তেজী গ্রীষ্মের রুগ্নতার বক্ষে আরামের প্রলেপ।
সত্যিই বর্ষা শুধু কি প্রকৃতির অপরূপা ?
ওই তেজহীন রুগ্ন শিশুগুলোর চোখের দিকে তাকিয়ে দেখ একবার...
বর্ষা ওদের রুগ্নতায় সৌন্দর্য্য আনতে ব্যর্থ..অপরূপা নয় এ যেন দুর্ভিক্ষের কোন ফল।
এ বর্ষা কোনো ঠিক করা সময়ে আসেনা যে..কাঠফাটা গ্রীষ্মেও ওদের চোখে বর্ষার বর্ষণ।
যে বর্ষায় ওদের শুষ্কতা প্রাণ পায় না বরং আরও শুষ্ক হয়ে ওঠে।
এই বর্ষায় নতুন স্বপ্নের ফসল ফলে না , ওরা চিরসবুজ নয় ধূসর হয়ে ওঠে।
এ বর্ষা যে বারো মাসের .. অত জল ধরিত্রী রাখতো কোথায়?
তাই ওদের চোখেতেই জমিয়ে রেখেছে।
ওই অভাগীদের জীবনের কালো মেঘ সরিয়ে এ বর্ষা যাওয়ার নয়।
কত দরিদ্র আজও বান এলে ঘরছাড়া হয়..আর এদের ঘরই নেই তাই চোখে বানের ধারা।
ওদের বর্ষার মেঘের মত গর্জনে প্রকৃতি যে ভয় পায়না..দেখে ঘৃণায় এড়িয়ে যায়।
জানিনা এ কোন অভিশাপের ফল - কেন এ বর্ষার জল গ্রীষ্মে শুকিয়ে যায় না , শীতে জমে হিম হয় না
সত্যিই ওরা পাপ না করেও আজ পাপী - ওদের জন্ম নেওয়াই যে সবচাইতে বড় পাপ।

-


6 JUL 2023 AT 20:26


Are you ok?
I know, everyone will laugh after hearing this.
Everyone will say, why are you afraid to ask this question?
It's a simple one. Everyone can answer this.

But everyone doesn't know to whom I'm asking the question.
I will ask that question to the person standing on the opposite side of the mirror.
And he really doesn't know the answer of it. He is very afraid of this question so avoid always. He has nothing to say today.
If other five people ask this question he can avoid it by answering something.
But how can he avoid himself?
He is afraid to ask this question for fear of answering.

-


23 JUN 2023 AT 19:06

তাদের ভালোবাসার কথা কেউ কয় না
তাও সৃষ্টির প্রথমা হইতে তারা আজও অজেয় দুই প্রেমী।

অজেয়!... সত্যি কী এ প্রেমের জিৎ হয়েছে?

কই তাদের পরিনতি তো সুখের নয়
পরিনতি! তাদের পূর্নতাই বা হল কই!

তাও তাদের রূপে তারা কত যেন সুখী
সুখী! সত্যি কি কোনোদিনও তাদের মনে সুখের ছোঁয়া লেগেছে?
কান পেতে শোনো.. শুনতে পাবে সহস্র প্রেমীর কান্না

তবে তাও তাদের সাথে 'হার' শব্দটি যায়না
আজও এ প্রেমের জিৎ না হলেও তারা হারেনি.. তারা অজেয়
আজও তারা একে অপরের বিনা অসম্পূর্ণ
তাদের প্রেম পূর্নতা না পেলেও তাদেরকে আলাদা করতে কেউ পারেনি
নিজেদের টানে তারা কাছে আসে বারবার
এত কান্নার মাঝেও তারা বড়ই সুখী
তাই কাছে এসে তাদের কান্না নিস্তব্ধতায় মিলে যায়
এক হৃদয় অপর হৃদয়ে বিলিন হয়ে যায়
ওর কান্নায় তার শুষ্ক নিস্তব্ধতা প্রাণ ফিরে পায়।

কই চিনতে পারলে প্রেমী দুইকে?
এ যে দুই অমর প্রেমী সমুদ্র আর বালি

যারা বারবার কাছে আসে তাও ফিরে যেতে হয় দূরে
বালি যেতে চেয়েও যেতে পারেনা তার সাথে
তাই সমুদ্রকেই আসতে হয় ফিরে বারেবারে
ওর ঘোলাটে নোনা জল যাতে হাজার দুঃখের গল্প লেখা আছে
শুনিয়ে যায় শুষ্ক বালিটাকে একটু হালকা হবে বলে
বালিও ওর দুঃখটাকে নিজের করে নেয় সাদরে।
তাদের এই স্বল্প মিলন আজ হাজার প্রেমের মিলনের সাক্ষী।
যুগযুগ ধরে তারা সাথে না থেকেও কাছে থেকে যাবে চিরদিন
না জিতেও হার না মানা এই জিত চির অজেয়।।
স্বস্তিক

-


9 APR 2023 AT 20:07

Earth is our mother. No matter how rough your mother's lap is, just put your head down and you will get the real strength of your growth from there. You are always safe in her lap. You go forth brightly. She will support you from behind always.You will fall but she will pick you up again. So always respect her. She will always give you a warm welcome on her lap.

-


30 MAR 2023 AT 8:52

তোকে সেদিনও বলতে পারিনি
তোকে আজও বলতে পারব না
হয়তো তোকে সেদিনও বলতে পারবনা
যেদিন তোর চোখের দিকে তাকানোর অধিকারটা আমার থাকবেনা
তবে তুই ঠিকই বুঝেছিলি সেদিন
তুই আমার চোখের ভাষাকে পড়তে ভুল করিসনি
কিন্তু তুই কেন সেদিন একবারটি বললিনা
তোর চোখের ইঙ্গিতকে পড়তে আমিও তো ভুল করিনি
সেদিনের তোর ঠোঁটের কোনের ওই আলতো হাঁসি এক অজানা নতুন গল্প লিখতে চেয়েছিল
কিন্তু সেই গল্প লেখা শুরু কিভাবে করে সেটাই আমাদের কাছে অজানা রয়ে গেল
তুইও জানিস আমিও জানি এ চোখের কথা পড়ার সাধ্য তোর ছাড়া আর কারোর নাই
কিন্তু সময়ও যে শেষে ছেড়ে গেল আমাদের
সে সব লেখাগুলোকেই মাঝপথে অশ্রুজলে ধুয়ে দিয়ে গেল
সে যে বুঝেছিল আমরা তার দাম কখনোই দিতে পারবোনা
আর একবার লিখে দেখলে হয় না?
তোর আলতো হাঁসি যদি আবার একবার ইঙ্গিত বুঝে গল্পটা শুরু করতে পারে
হাঁসালাম বল
কিন্ত এ চোখ তোর জন্য আবার লিখবে
যে লেখা পড়ার ক্ষমতা শুধু তোরই আছে
তবে সে লেখা পড়ার সময় আর তোর নেই
তাই সেদিনও যেমন আমরা বোবা ছিলাম
আজও তাই থেকে যাই
আমরা পড়তে শিখেছিলাম, বলতে শিখিনি
কিছু কথা হয়তো চোখেই থেকে যায়
তার স্থান মুখে আসার নয়
তার সৌন্দর্য শুধু চোখেই মানায়।

-


14 FEB 2023 AT 10:41

Really, are you too tough?
Yes, everyone says that you are too difficult.
But you know it's always more satisfying to solve a difficult problem than an easy one.
So, the one who can solve this difficulty of yours will be satisfied with you.
Everyone can solve your simplicity but not everyone can solve your difficulty. And the one who can solve will enjoy the real joy in you.
She will definitely find the simple mystery in your difficulty.

-


1 JAN 2023 AT 19:32

মেঘের আড়াল থেকে অচেনা এক রোদ উঁকি মেরে গেল
কী দেখতে এলি তুই..অন্ধকার কেমন দেখতে হয় ?
নাকি সবার মত তুইও একবার দেখা দিয়ে উপহাস করে গেলি
আবার এলি তুই..কেন বলতো বারবার আসছিস ?
নানা একদম না..এ অন্ধকার ঘর আলো করতে আসিস না
যদিও এ ঘর আর আলো হওয়ারও নয়
এ ঘরের দ্বার যে চাবি দিয়ে বন্ধ
সে চাবি যে চিরকালের জন্য হারিয়ে গিয়েছে ..আর খুলবে না
ঘুলঘুলি গুলোও যে ময়লায় এঁটে গিয়েছে
যে ময়লা আর সরানো সম্ভব নয়
তাই তুই চলে যা ...যা চলে
সেও তো তোর মত সেবারে এসেছিল
বলেছিল, 'তোমার নৌকার সাথী করবে আমায়?'
আমি তো দাঁড় টানতে জানিনা
বললাম 'পাড়েই বসে থাকতে পারবে আমার সাথে?'
সে ফিরে আসছি বলে বার হল
বাইরে থেকে তালা দিয়ে দিল
চেঁচিয়ে বললাম, 'তালা দিচ্ছ কেন?'
বলল, 'তোমাকে অন্ধকার করে আবার আলো করব আমি'
বাইরের কোনো অন্য আলোকে ঢুকতে দেব না তাই তালা দিলাম
কিছুক্ষণ পর সে ফিরে এল
বলতে সে চাবিটা হারিয়ে ফেলেছে
আমি কত করে বললাম একটিবার আবার চাবিটা খুঁজে দেখ ঠিক পাবে..
আর কোনো সাড়া নেই
সেই যে বন্ধ করে চলে গেল আর কেউ খুললনা
যা তুইও চলে যা
আলোতে যে আমার বড়ো ভয়
একদম আসিস না
এ মনের দ্বার চির বন্ধ থাক
আবার যদি কেউ আলো করবে বলে অন্ধকার করে চলে যায়.. তখন আর পারবনা
তাই বন্ধই থাক।
- স্ব স্তি ক




-


Fetching Swastik Quotes