Swarnali Sarkar   (স্বর্ণ)
112 Followers · 367 Following

নমস্কার 🙏
Joined 12 October 2020


নমস্কার 🙏
Joined 12 October 2020
31 MAY 2023 AT 13:31

physical.






psychological.

-


31 MAY 2023 AT 13:28

leading the team by yourself.





guiding the team members to lead.

-


13 JUL 2022 AT 22:12

When the streets are empty in a cold evening,
Street lights fill the emptiness up
Spreading its yellowness all over the road
From the wide open crystal cup.

Does the silence miss the chaos?
Does it want the hue and cry?
Or in love with the settled dust?
Who knows the truth- what & why?

Mild breeze runs through the empty path.
End of that, there is an empty hut.
Secretly someone comes out & say, "shhh! bye".
Alas! He doesn't know that the moon is the spy.

-


13 JUL 2022 AT 21:18

there is no love without lust.

-


13 JUL 2022 AT 20:56

my family.

-


4 JUL 2022 AT 18:32

there are emotions which are too temporary to mean the actual love.

-


4 JUL 2022 AT 18:26

which is sung by silent words & whose music is the depth of emotions.

-


29 JUN 2022 AT 20:28

মেঘ জমেছে মনের ঘরে
অন্ধকারকে আঁকড়ে ধরে।
শহর তপ্ত বিচ্ছেদে,
আবেগ হারায় ডাইরিতে।

নিস্তব্ধতা সিক্ত করে
পাতার পর পাতা।
পদ্মপাতায় জল টলমল,
হৃদয়ে শুষ্কতা।

লাল রঙ আজ ভীষণ ঠাণ্ডা,
নীল রঙ তাই একা।
হতচ্ছাড়া স্বপ্নগুলো
যেন মরীচিকা।

দিবারাত্র এক হয়ে যায়,
বেদনা বিষম কালো।
শরীর পোড়ে ভীষণ জ্বরে,
তবু নিম্নচাপই ভাল।

নয়নজোড়া অপেক্ষমান,
শব্দ তাতে খুব বেমানান।
মুষলধারে বৃষ্টি এলে
খোলাচিঠি করে নিঃসঙ্গ স্নান।

-


27 JUN 2022 AT 20:46

মেঘের রঙে সাজছে শহর,
গলি জুড়ে নিস্তব্ধতা,
গুণছে প্রহর মূহুর্তরা,
বৃষ্টি নামার ব্যগ্রতা।

ঝমঝমিয়ে বৃষ্টি এলে
মনশহরে রঙ লাগে,
হৃদয় বীণার ঝংকারেতে
নতুন-নতুন সুর জাগে।

ইচ্ছেপাখির কলতান
মুখর মনপাড়ায়,
গোধূলি বেলায় যত অভিমান
বরষণে ভিজে যায়।

প্রেমের রাত্রি জেগেই কাটে,
অঝোরে ঝরে বৃষ্টি।
ব্যালকনিতে মেঘবালিকা
দাঁড়িয়ে দেখে সৃষ্টি।

-


25 JUN 2022 AT 20:48

পথে মিশে আছে তোমার-আমার পায়ের ছাপ।
পুরোনো কিছু ধুলোর চাদরে সেই স্মৃতিটা মোড়ানো থাক।
হাজার গল্প লেখা আছে প্রতিটা রোমের শ্রান্ত কায়ায়।
ফেলে আসা পথে কান পেতে দেখ, নুড়িরা সেই কথা শোনায়।

-


Fetching Swarnali Sarkar Quotes