Swarnali Paul   (সোনাই)
32 Followers · 40 Following

Joined 17 August 2018


Joined 17 August 2018
12 APR 2020 AT 17:54

ভগবানও যেন কেঁদে বুঝিয়ে দিয়ে বলল
"আমিও যে বড়ো অসহায়"......
"ভরসা রেখো, ওই সাদা কাপড়ের মানুষরূপী ভগবানদের ওপর"......

-


6 APR 2020 AT 1:29

অনেক তো হল প্রতীক্ষা,
আর কতই বা অপেক্ষায় থাকতে হবে ?
মনটা শুধু একটাই প্রশ্ন করে,

"এই বসন্তের শেষে আবার দেখা হবে তো??"

-


6 APR 2020 AT 1:22

কী ভাবে বোঝাই !!
এই চারপাশের সুখ-দুঃখের ভিড়ে,
তোকেই যে আমার ভীষন রকমের দরকার।।

-


29 MAR 2020 AT 0:53

চলো.....
আবারও তোমার সাথে এই শহরের ভিড়ে হারিয়ে যেতে চাই,
উত্তরের দিকটা কিন্তু আমাদের বেশ পছন্দের;
তাই না!!
গঙ্গার ঘাট, অলিগলির প্রেম, বিকেলের আড্ডা, সন্ধ্যের নামার আগে হাত ধরে বাড়ি ফেরা.... কতই না স্মৃতি জুড়ে আছে এই শহরটাতে।।
মনে পড়ে তোমার দিনগুলো ??
সব ব্যস্ততার মাঝে, আবারও না হয় সেই চেনা ছন্দে ফিরে যাওয়া যাক।। কি বলো !!

-


25 MAR 2020 AT 0:43

চোখ বুজে শুধু একটাবার শুনো,
হৃদস্পন্দনটাও এখন জোড়ালো শোনাবে।।

-


23 MAR 2020 AT 23:47

মন্দির, মসজিদ, গীর্জায়
আজ ঈশ্বর খুঁজছেন??
না,
নেই তাঁরা এখন সেখানে...
তাঁরা আজ ওই হাসপাতালগুলোতে ডাক্তার রূপে..... মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন।।

-


21 MAR 2020 AT 23:24

তারপর,
হঠাৎ একদিন এক ভয়ংকর ঝড় এলো.....
সব আনন্দ এক নিমেষেই উড়িয়ে নিয়ে গেল,
গোটা দুনিয়াকে মৃত্যুপুরী বানিয়ে চলে গেল।।

-


14 FEB 2020 AT 12:32

ভালোবাসার গভীরতাটা আজও সেই শুকিয়ে যাওয়া লাল গোলাপটাই জানে.....🌹

-


9 FEB 2020 AT 23:39

ব্যথার শহরে ব্যথা ভোলানো বেশ কঠিন.....
কিন্তু
এই শহরের মায়ায় ভরা ওই বেড়াজালটা কাটাতে পারলে কিছু মন্টু পাইলটেরও খোঁজ পাওয়া যায়।।

-


16 JAN 2020 AT 22:57

কথা তো অনেকেই দেয়,
কিন্তু রাখতে সবাই পারে না ।।

-


Fetching Swarnali Paul Quotes