Swapnaneel Sengupta  
560 Followers · 580 Following

read more
Joined 6 July 2020


read more
Joined 6 July 2020
25 MAR 2023 AT 19:37

রেলগাড়ি ও দৃশ্য

চলেছি ভ্রমণপিপাসু হয়ে,
উদ্দেশ্যহীন পথে একলা
রেলগাড়ি চলে রাতের অন্ধকারে,
ফেলে আমার শহর তিলোত্তমা।
মনে পড়ে যায় মাতৃবন্ধন,
কোনো এক অলস দুপুর
গাড়ির দোলায় আসে ভেঙে চোখ,
সাথে চলমান সঙ্গীত ভরপুর।
একসময় ফোটে আলো,
আসে পাখি ও মানুষের কলতান
নাঃ উঠি এবার, হয়ে আসে যে শেষ,
এ রেলপথ ও মুহূর্তের সম্ভার।।

-


7 MAR 2023 AT 10:58

সব কাল্পনিক গল্প ও কথারা
যেন ফিরে পায় তারা এই শেষ বসন্ত বাতাসে,
একটুকরো ছোঁয়া ভালোলাগার ও আবেগে।।

-


4 MAR 2023 AT 12:11

কোনো এক দুষ্টু হাওয়ায়
ভেসে চলা কোকিলের গান,
সব মিলিয়ে কাটিয়ে দিলাম সময়
লুকোচুরির শেষ যে নেই আর।।

-


4 MAR 2023 AT 9:54

কেন এলে এই অসময়ে?
কে তুমি হে পথিক অচেনা?
এই সমুদ্র সৈকতে এক বিন্দু হয়ে,
থেকে গেছো বেহালার দুটি তারে জড়িয়ে।।

-


2 MAR 2023 AT 20:28

বাতাসের গানের নোটেশনে
যেন বুলিয়ে দিই ছড়,
স্মৃতি ও বেহালার তারের টানে।।

-


5 FEB 2023 AT 12:00

থেকে যেতে চাই
যেন তরলের নিচে এক আস্তরণ,
থেকে যায় জেদ ও স্পর্ধায় নির্বিশেষে।।

-


24 JAN 2023 AT 14:29

ও বাড়ন্ত পারদ
দুইয়ে যেন একাকার,
এই মিথ্যার পাতায়।।

-


23 JAN 2023 AT 12:13

ঝুঁকে থাকা প্রতি বারিদে
একলা পথিক যেন যায় হারিয়ে,
দুমড়ে মুচড়ে যেন পরীর বাণীতে।।

-


22 JAN 2023 AT 18:57

এই উৎসব মুখর তোমার শহরে,
ম্যান্ডোলিন কাঁধে চলে যায় একলা বেদুইন।।

-


22 JAN 2023 AT 11:32

যে চায়না উড়োচিঠি
তাতে লেপে দেওয়া কিছু মিথ্যা কালির দাগ,
যেন অট্টহাসি হাসে এক অনাবিল আনন্দে।।

-


Fetching Swapnaneel Sengupta Quotes