কালি-দোয়াত,বল,ফাউন্টেন,
কলম হাজার রকম।
কাটো যতই আঁচড় পাতায়,
নেবে কেমন নানান আকার।
গল্প হয়ে উঠবে ফুটে, কখনো বা কাব্যি।
এমন ছবি ফুটলো কখন ,অবাক হয়ে ভাববি।
সর্বহারা, রাজা-উজির ,
রোজের যাপন, কিংবা রুজি
গ্রামের হাওয়া, দেশের মাটি,
যুদ্ধ কিংবা শান্তি খাঁটি।
নিত্য কেমন ওঠা-বসা।
ছন্দ মেলায়,রন্ধ্রে নেশা।
কলম ধরুক বিশ্ব না হয়,
যুদ্ধ যুদ্ধ খেলবোনা।
দোয়াত-কলম-কালি নিয়ে,
মোরা কভু ভাঙবো না।
- স্বাগতা
28 FEB 2019 AT 0:53