মনের কষ্ট গুলো কাওকে share করলে হয়তো ক্ষণিক স্বস্তি পাওয়া যায়।
তবে নিজের দুর্বলতা কাওকে না দেখিয়ে
কষ্ট গুলো share না করে
নিজেকে শক্ত করো
যাতে কেউ তোমাকে আঘাত করলেও
ভাঙতে না পারে।।-
Just say .."I have no problem with anything"..
Aur agar hain bhi....
Then
Take a Deep breath and release ..
And think deeply ...
Does it really matter??
Bcz u r the hero in ur life
So nothing can mess ur day
until u invite all of the unwanted things/people...-
||কেউ কি রাখবেনা তার খোঁজ||
মেঘের আড়ালে জমে থাকা কালো মেঘও কেটে যায় প্রখর বৃষ্টিপাতে ,
শুধু মনের গহীন কোণে জমে থাকা মেঘ
কেন সরেনা আজও??
কেন নেই রোদের ছটার মত ঝলমলে হাসি??-
Expectations
জীবনের প্রত্যেকটি ধাপে
ভুল করে বারংবার
তাও এত confidence আসে কিভাবে??
-
অনেক দিন পর আবার ফিরে আসা,
যা ছিলো মোর নিজের গণ্ডি রেখা।
ফিরে এলাম আবার সেই পুরনো দ্বারে,
ধুলোমাখা সেই কুঠীর নিলো আমায় আবার আপন করে।।-
আবার এসো মা নতুন সাজে
তোমার সন্তানদের মাঝে।।
সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে
তোমার আলোয় আলোকিত করো মোদের।।
।। শুভ দূর্গা পূজা।।-
অভিমান বাড়ায় দূরত্ব
আর ,
দূরত্ব বাড়তে বাড়তে অদৃশ্য হয়ে যায়,
ভালোবাসা।
-
যে অঙ্গে লাগায়েছো আবির তুমি,
সে অঙ্গে কেমনে লাগাবে কালিমা খানি??-