তুমি ভালো থেকো তোমার পূর্ণতায়
আমি না হয় হারিয়ে যাব আমার অপূর্ণতায় ।।-
insta:- Swag Prince
#love_poem
#heart_touching
#bengali+hindi_song_... read more
Why you guys change the position when the hole is same 🤣🤣
In golf game 🤭-
পুড়ে যাওয়া ঠোঁট, আর
মুছে যাওয়া শোক-র পিছনের
আবেগভরা বেদনা, সবাই বুঝতে পারেনা ।।
-
তার বুকের ভিতর রক্তক্ষরণ কারন," প্রেম প্রকাশের ভয় ".....
খুব করে কাউকে চাইছে মানে সে," বেহায়া মানুষ নয় "...
-
স্মৃতি
...…….
চোখ বুজলেই ওরা আসে
কেউ ফিসফিস করে কেউ বা চিৎকার করে
কেউ হেলে-দুলে আবার কেউ হঠাৎ দৌড় মারে
ওরা অন্ধকারেই আসে।
আমিও একদিন ক্ষেপে ছুটে পালাতে গেলাম
তবুও ওরা এলো নিঃশ্বাসে-প্রশ্বাসে, বালিশে-চাদরে ।
কত কেঁদেছি, কত বকেছি ;
পাগলের মতো কত রাত জেগেছি ।
থেকে থেকে তবু ওরা আসে
প্রতি রাতে আমার সাথে ওরা খেলতে ভালোবাসে।।-
প্রেমিক হওয়া অতটা সহজ নয়
ভালোবাসা যে শরীর খোঁজে
সেতো মাংস খেকো,
প্রকৃত প্রেমিক সে নয়......
প্রেমিক হতে গেলে প্রিয়, কষ্ট পেতে হয়
বুকে কাটা বিঁধলে চেনো তাকে ভালবাসতে হয় ।।-
শোনো তবে প্রিয়তমা,
জানি হারিয়ে ফেললে কষ্ট হয়!
কিন্তু কেউ নিজে থেকে হারিয়ে গেলে
তাকে ফিরিয়ে নেওয়ার সহজ নয় ।।-
অভিমান যত বাকি ছিল
আজো বেঁচে থাকতে চায় সে ,
তোমার হাতেই শান্ত হবে
একইভাবে পুরানো উল্লাসে।
ফের যদি দেখা হয়
এই এক আকাশের নিচে ,
চোখের জলটা পড়বে শুধু
ফিরতি কিছু আশ্বাসে ।।-
Har ishq ko manzil
Naseeb nahi hoti
Kuch rishte adhoori hi
Rahe jati hai 🙂-