Suvojeet Chakraborty   (গুড়িন্দর চক্কোত্তি)
19 Followers 0 Following

Joined 1 November 2017


Joined 1 November 2017
7 DEC 2023 AT 1:03

শুন শুন সুধীজন , শুন দিয়া মন,
অভিক - সংহিতার আশীর্বাদে রইল নিমন্ত্রণ ।
স্থান - অগ্রগামীক্লাব; নেতাজিনগর,
২০২৩ এর ১০ ই ডিসেম্বর ।
ঠিক বেলা ১২ টায়; আগামী রবিবার,

ধন্যবাদান্তে,
সমাদ্দার ও ব্যানার্জী পরিবার ।।


-


18 SEP 2023 AT 14:47

|| ইন - দ্যা - ভোগ ওফ বিশ্বকর্মা ||

আজ একটু হেঁটে বাড়ি ফিরুন, এসি খারাপ হলে দু-দিন গরমে ঘুমান,চুল-দাড়ি দু-দিন পড়ে কাটুন,গাড়ির হর্ন টা দু-দিন পরে সারান। কোনো পলিটিকাল বন্ধ না মানলেও আজকের বন্ধ টা মানুন।

এবং বাধ্য হয়ে নয়,বরং স্বতস্ফূর্তভাবে মানুন । দরকার হলে একবার সবার সাথে দেখা করে আসুন, প্রসাদ খেয়ে আসুন, দরকার হলে একটু 'সাত-সমুন্দরে' নেচেও আসুন।

আপনাদের প্রতিটি উইকেন্ড আছে মদ খেয়ে নাচার জন্য,পয়সা আছে তাই ডিস্কে গিয়ে করেন, ওদের কম পয়সা তাই গাড়িতে,গ্যারেজে খায়। কিন্তু আপনাদের নিয়ে এরাই যায়,বাড়ি ছেড়েও এরাই দেয়।

বিশ্বকর্মা পূজোর কাঁওতালি দেখে যদি নাক সিটকোন,
মাথায় রাখবেন আপনার দুর্গা পূজো,দীপাবলি,নববর্ষ উজ্জাপনের সত্তর থেকে আশি ভাগ কিন্তু ওদের হাতে।

আজ যদি কলার তোলা বাঙালি নাক উঁচিয়ে, সভ্যতা দেখিয়ে, বেশি পাঁয়তারা মেরেছো, তো মনে রেখ -
তোমার পূজো,তোমার উৎসব,তোমার সেলিব্রেশন টা এই ব্লু-কলারেরা ইচ্ছে করলেই "ইন - দ্যা - ভোগ ওফ বিশ্বকর্মা" করে দিতে পারে।

-


11 JUL 2023 AT 22:08

আমার শহরে

যখন যখন রব উঠেছে সংস্কৃতি অধিগ্রহণের,
রামনবমী, গনেশ পুজো বা গেরুয়া বসনের,
আমার শহর ছক ভেঙেছে প্রতি বারেতেই,
আমার শহর প্রতিবাদী তার শিল্পীস্বত্বাতেই,
আমার শহরে শাড়ি পড়েও পৌরহিত্য হয়,
আমার শহরে সমকামিতা উজ্জাপিত হয়,
আমার শহরে শিল্প বাঁচে মাথা উঁচু করে,
পুরোনো - নতুন সহবাস করে 'মা' - এর বাহুডোরে,
আমার শহর ডানা মেলে শারদীয়ার প্রাতে,
আমার শহরের সাহস থাকে মায়ের দশটি হাতে,
তাই আস্ফালন যতই দেখাও বাহুবলতার,
"কলকাতা" সারাজীবন থাকবে "কলকাতার" ।।

-


8 MAR 2022 AT 3:20

নারীর টানে আটক সবাই,
নাড়ির টান কে করি দুর-ছাই ।

নাড়ীর সুতো কাটবে যখন,
নাড়িয়ে দেবে বোধ-প্রাণ-মন ।

তাই নারীত্বের মুখোশ খুলে,
মনুষ্যত্বেই হোক যবনিকাপতন ।

-


5 FEB 2022 AT 4:02

।। হাতেখড়ি ।।

শিবরাম বাবুর বাড়ির সরস্বতী পুজোটা এবার একটু অন্যরকম কারন ওনার কানাডাবাসী প্রবাসী ছেলে এবার সপরিবারে উপস্থিত।

রুবাই শিবরাম বাবুর সাত বছরের নাতি। সারাবছর কাছে না পেলেও এই ছুটিতে রুবাই সেই পাওনা স্নেহের অনেকটাই দাদুর কাছ থেকে আদায় করে নেয়। দাদুর কাছে গল্প শোনে, দাদুকেও ওর বন্ধুদের,স্কুলের, এমনকি অনলাইন ক্লাসেরও গল্প শোনায়। নাতির ভাঙা বাংলা শুনতে শিবরাম বাবুর মন্দ লাগে না,কিন্তু ....

রুবাইকে ওর মা স্নান করিয়ে একটা নতুন পাঞ্জাবি পড়িয়ে দিয়েছে। নাতিকে পাশে নিয়ে পুজোয় বসলেন শিবরাম বাবু।পুষ্পাঞ্জলির ঠিক আগে একটি ব্যাগ থেকে স্লেট-পেন্সিল বেড় করে নাতিকে বললেন, "দাদুভাই আমার কোলের ওপর একটু উঠে বসো তো "। শিবরাম বাবুর ছেলে বললো, "বাবা রুবাই তো অলরেডি স্কুলে পড়ছে ৪ বছর হলো,লেখা-পড়া সবই ON"।
"হ্যাঁ কতটা ON বুজতেই পারছি, তোরা A for Apple,B for Ball শেখানোর পাশাপাশি নিজের ছেলেটাকে মোটামুটি C for Canadian তো বানিয়ে ফেলেছিস, দেখি আমি আমার নাতিটাকে চেষ্টা করে যদি একটু বাঙালী বানাতে পারি",বললেন শিবরাম বাবু।

এবার নাতির দিকে ফিরে একটু মুচকি হেসে শুধোলেন,"কি দাদুভাই, উইকেন্ড এর দুদিন এই বুড়োর সাথে একটু গল্প আর বাংলা শেখা হবে তো?"
রুবাই পাল্টা হেসে ঘাড় নেড়েই দাদুর কোলে উঠে পড়ল।

৭ আর ৭০ এর হস্তবন্ধনে তখন হস্তান্তরিত হচ্ছে পরিচয়। কালো স্লেটে সাদা অক্ষরে তখন ফুটে উঠছে :
"অ আ ক খ
১ ২ ৩ ৪"

-


1 JAN 2022 AT 0:22

Sabko Lagne De Ki 2 to 0 Hai, Par Akhir me 2 to 2 Hi Hai

-


3 AUG 2020 AT 20:49

।। তোমার রক্সা , আমার রাখী
তোমরা ভাই বোনে ছিলে ,আমাদের ছিল মাটির ডাক ।। আর এখন তো তাকে আবার তোমরা মিনি পাকিস্তান বলো ।। তবুও আমরা এক হয়ে যাই ভাষায় এবং নামে ,আমার ডান দিকে থাকে ,ভাইয়ের থাকে বামে ।।

-


8 MAY 2020 AT 21:32

।। চলুন ঘুরে আসি বৈকুন্ঠ লোক থেকে ।।
কিভাবে যাবেন? ক্যাপসনে পা দিয়ে।।

-


8 MAR 2020 AT 16:13

কৈফিয়ৎ

টিং টং
"বাবাই, দেখতো কে এল?"
"নীচের ফ্ল্যাটের ভরত কাকু এসেছে আর আমার মুখে আবির ও দিয়ে দিল,তোমায় ডাকছে?"
"আরে ভরত দা,ভেতরে আসুন"
"না ভাবি একটু বাইরে আসেন না,"
"বলুন"
"আসলে কাল তো সোমবার, অফিস আছে,হোলি খেলতে পারব না,তাই আজ হি এলাম"
"আরে আরে করছেন কি,অস্বস্তি হচ্ছে আমার?"
"বুড়া না মানো ভাবি, হোলি হ্যায় আর ও হাঁ 'Happy Womens Day' ভাবি বলে একমুখ কদর্য হেসে চলে গেলেন। শরীর টা রি রি করে উঠল শর্বরী দেবীর।

গল্প টা এখানেই শেষ হতে পারত কিন্তু হল না।

রান্না শেষ করে ফেসবুক থেকে ভরত শর্মার একটা ছবি ডাউনলোড করলেন শর্বরী দেবী তারপর বেড়োলেন একটি জরুরি কাজে।
সেই দিনই বিকেলবেলা একটা বিশাল পোস্টার শোভা পেল সোসাইটির গেট-এ,তাতে শোভা পাচ্ছে ভরত শর্মার একটা ছবি,পাশে বাংলা,ইংরেজি ও হিন্দি তিন ভাষাতেই লেখা আছে-
"আবাসনের সকল মহিলা কে আমি শর্বরী দত্ত জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের প্রতিবেশী এই অভদ্রলোক ভরত শর্মার থেকে আপনারা সাবধানে থাকুন,ইনি সত্যিই জানেন না যে একজন প্রতিবেশী মহিলার কোথায় স্পর্শ করা যায় আর কোথায় নয়।শুভ মহিলা দিবস।শুভ দোল পূর্ণিমা।
ধন্যবাদ।"

-


29 JAN 2020 AT 14:24

।। প্রথম সরস্বতী পূজো ।।

আজ ঐশি আর স্পন্দনের প্রথম সরস্বতী পূজো,
ঐশি পড়েছে একটা কচি কলাপাতা রঙের শাড়ি,
আর স্পন্দনের গায়ে একটা হলুদ পাঞ্জাবি,
কি সুন্দর যে লাগছে দুজনকে একসাথে।
রক্তিম যেদিন হাতে নাতে ধরা পড়েছিল সুলগ্নার সাথে,
তক্ষনি সব ছেড়ে নিজের কেনা ফ্ল্যাটে চলে এসেছিল ঐশি,
সারা টা দিন ধরে কেঁদেছিল,পুরুষ জাতি টার প্রতি বিশ্বাস উঠে গেছিল তার।
কিন্তু ঠিক একমাসের মাথায় ঐশির জীবনে আসল স্পন্দন, ঐশির ঐ One BHK আলোয় ভরে উঠল।

নিজের স্কুলের দালান টায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল ঐশি। সম্বিত ফিরল ওরই এক ছাত্রী গার্গীর ডাকে।
"ম্যাম একটা ছবি তুলব আপনার প্লিজ?"
"নিশ্চয়ই, এই নাও তোলো"
"না না ম্যাম,ভাইকে কোলে নিন,দুজনের একসাথে তুলব"
"আচ্ছা" এই বলে সুদীপা ম্যামের কোল থেকে স্পন্দন কে কোলে নিল ঐশি।
মায়ের কোলে উঠেই ফিক্ করে একগাল হেসে দিল স্পন্দন,আর মুহূর্ত টা জমা হয়ে রইল গার্গীর ফোনে।।

-


Fetching Suvojeet Chakraborty Quotes