স্বাধীনতার মানে
(গল্পটা ক্যাপশনে রইল...)-
A Midnight Story
একটি রাতের রেডিও শো আর অনেকটা অনুভূতি...
(গল্পটা ক্যাপশনে দিলাম...)-
আপনার ভুতদর্শন
এই যে মশাই ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি....এই যে আপনি যিনি এখন আমার এই লেখাটা পড়ছেন! কি বললেন? করেননা? অবশ্য সে তো বলবেনই। অবিশ্বাসীতে তো ছেঁয়ে গেছে গোটা দুনিয়াটা! সে যা হোক গে! আপনি ভূতে বিশ্বাস নাই করতে পারেন, তবে আমি করি। করি কারণ আমি ভূতেদের জানি, এমনকি মানিও। কারণ তারা তো সর্বত্র বিরাজমান। এই তো আমার পাশেই একটা ছানা ভূত খেলা করছে। চারিদিকে গিজগিজ করছে ভূত সম্প্রদায়। এমনকি ওরা কিন্তু আপনার ঘরেও রয়েছে। এই তো একটা তো ঠিক আপনার পিছে দাঁড়িয়ে আপনাকে জিভ ভ্যাঙাচ্ছে! আর একটা তো আপনার গায়ে হুমড়ি খেয়ে আপনার মোবাইল দেখার চেষ্টা করছে! আরে আরে পিছনে তাকিয়ে লাভ নেই। আপনি ওদের দেখতে পাবেননা! ওদের শুধু আমার মতো এক্সপার্টরাই দেখতে পারে! আর ঘাবড়ানোরও দরকার নেই। সব ভূত কি আর শরদিন্দু বন্দোপাধ্যায়ের গল্পের ভূতের মতো হয়? বেশিরভাগ ভূতই শীর্ষেন্দুর গল্পের মতো। সেরকমই একটা গল্প এখন আমি আপনাকে বলব। আর সেটা জানার জন্যই তো ক্যাপশনে দেখতে হবে-----
শব্দরা আজ একলা ভীষণ, সবুজ পাতায় জেতার ঘ্রাণ -
জিততে চেয়েও তাই হার মেনে নিই, হৃদয়ে যে শুধুই প্রেমের গান।-
ভ্রান্ত স্মৃতি - ক্লান্ত শহর, শান্তি কি আজ শুধু গল্পতেই?
তোমার চোখে বৃষ্টি শেষে রৌদ্র আসুক নতুন প্রেমের ছন্দতেই!-
এভাবেও ফিরে আসা যায়...
(গল্পটা তাদের জন্য যারা রোজদিন হেরে যায়। তবু স্বপ্ন দেখে ফিরে আসার...
ক্যাপশনে রইল গল্পটা....)-
হঠাৎ করেই বৃষ্টি নামে....
(গল্প শেষ হয়না। বৃষ্টি হয়ে গল্পও বেঁচে থাকে happy ending হওয়ার পরেও! ক্যাপশনে রইল গল্পটা!)-