চারদিকে এখন শুধু মানুষের হাহাকার ,
তবুও যানি কেটে যাবে এ অন্ধকার।
কতদিনই বা থাকব ঘরে এরকম একলা বসে,
মনের মধ্যে হাজারো প্রশ্ন ভিড় করে আসে।
চারিদিকে ছড়িয়ে আছে শত শত লাশ,
তাই হয়তো বন্য প্রাণীরা আজ করছে পরিহাস।
করোনার জন্য আজ লেগেছে মহামারি,
অন্নের জন্য এখন লেগেছে মহামারি।
চারিদিকে এখন শুধু কেবল মৃত্যুর ভয়,
তবুও জানি আমরা এ যুদ্ধ করব জয় ।
সেরে ওঠো পৃথিবী এখনও অনেক স্বপ্ন দেখা বাকি ,
তাই এখন এক শান্ত ভোরের অপেক্ষায় থাকি।।।
-
Zindagi ke raste pe
hum sab chalethe ek sath,
Aj achanak kiu sabhine
chor diya mera haath...
Palat ke dekhti hu
main jab zindagi ko
To aisa lagta hain mujhe
ek joothi dillagi thi bo....
-
Aj hum hai,kal hamari yaddein hongi....
Jab hum na honge,tab hamari battein hongi......
Kabhi paltenge jindagi ke ye panne,
To sayad aap ki aakho se barsat hongi...-
Kisi din teri najro se dur ho jayenge hum,
Dur fizao me kahi kho jayenge hum,
Meri yaddon se lipat kar rone lagoge,
Jab jamin ko ohr kar so jayenge hum......-
নিঃসঙ্গতা বাসা বেঁধেছে,
আজ এই মনে.........
অন্ধকার শুধু এখন,
আমার এই জীবনে।।।।।।।
নিঃশব্দে চলে যাব,
আমি একদিন.......
কারণ আমি শুধু
এক "মূল্যহীন"।।।।।।।-
Kinaro pe sagar ke khajana nahi ate,
Phir laut ke dost purane nahi ate,
Ji lo in palo ko tum haske dosto,
Phir laut ke dosto ke jamane nahi ate,
Main yaddon ka kissa kholu to,
Khuch dost bohot yaad ate hai....
-
Insan ke sarir ka sabse sundar hissa,
hota hai uska "man"
Par agar bo dil hi agar ganda ho to,
sundar "tan" ka kya karoge....
-
A BEST FRIEND
IS SOMEONE WHO
MAKES YOU
LAUGH AGAIN
WHEN YOU THINK
YOU'LL NEVER
SMILE AGAIN....
-
স্কুলের শেষদিন আমরা সব বন্ধুরা একসাথে কথা দিয়েছিলাম যে,জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসাথে থাকব।জীবনে কখনো আমরা আমাদের বন্ধুত্বকে ভুলে যাবো না।।।।
আজ প্রায় চার মাস হয়ে গেল আমরা আলাদা হয়ে গেছি,সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়েছে, সবারই এখন নতুন নতুন বন্ধু হয়েছে।
এখন সবাই যে যার জীবনে ব্যস্ত,পুরনো এই বন্ধুটার মানে আমার কথা আজ আর কারোর মনে নেই,নতুন বন্ধুদের ভিড়ে আজ আমি এক সামান্য ধূলিকণায় পরিণত হয়েছি।
আগে বন্ধুরা সারাদিন এতো ফোন করতো আর এতো ম্যাসেজ করতো যে পাগল হয়ে যেতাম,আর আজ সেখানে প্রাপ্তি একটা বিরাট "শূন্য"।।।।।।
হ্যা এখনের দিনে "এটাই বন্ধুত্ব "।।।।-