ব্যর্থ প্রেমিকের উষ্ণ ঠোঁটের ছোঁয়া
পুড়লো সিগারেট মিশিয়ে দিগন্তে, কালো মেঘের ধোঁয়া
নিকোটিনের নেশায় মত্ত ভালোবাসা, পেল না অন্তিম অবকাশ
পুড়লো যৌবন, ঘন মেঘের আকাশ
অনুভূতিগুলো ভীষণ আবেগী
ভালোবাসার পাওয়ার আশায় মন-বেবাগী
ফিরে পাওয়ার আশায়, অপেক্ষারত
কিন্তু, আজও তো অনুভূতি পাল্টায় আবহাওয়ার পরিবর্তনের মতো...-
গোধূলি বেলায় জ্যোৎস্নার সাথে সূর্যি যখন মেশে
প্রেমিক তুমি দিও তখন একটি কাঠগোলাপ, আদরে আমার কেশে-
স্মৃতির পাতায় রয়ে গেছ তুমি, আমার কল্পনায়.....🍁
তোমার নাম লেখা আছে আজও, আমার আঁকা আলপনায়.....🥀-
প্রয়োজনে প্রিয়জন তারা ছলনায় মাখামাখি
পিরিতি চাতুরী তাদের অসময়ের কালবৈশাখী
বন্ধুত্বের মুখোশে ঢাকা গিরগিটির প্রলেপে মাখা
স্বার্থ মিটলেই রঙের ঝলক, আসলে মেরুদন্ড তাদের বাঁকা
-
সময়ের বেড়াজালে হ্রাস পেল সম্পর্কের গভীরতা ধীর গতিতে
অনুভূতিগুলো চুপি চুপি কাঁদে মনের অন্তরালে বন্দী হয় মনের খাঁচার ভিতরে
কমে যায় যোগাযোগ বাড়াতে থাকে দূরত্ব
সময় ফুরালে ও ফুরাতো না বাক্যের আদান-প্রদান
সেই সম্পর্কে বাক্যের ইতি মুহূর্তের দান
যে কথা বলার জন্য মরিয়া হয়ে যেত
যে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিত
আজ সে একাকীত্বই বেছে নিল....
-
পাতার ভাঁজে রাখা, শুকনো গোলাপের পাঁপড়ি
অভিযোগের চিরকুট, দিলাম তোমায় অভিমানের ভাব-আড়ি
উষ্ণ ঠোঁটের শব্দগুলি বলে, এইবার তবে আসি
ভিজে পাতার শব্দগুলি জানে, আজও তোমায় ঠিক আগের মতোই ভালোবাসি
-
ফিরতি পথে মেঘের দল
আকাশপথে রোদের ঢল
আশায় ভরা চোখের বালি
ফেরার নেশায় শ্রমিক গুলি
রেললাইনে মাখা রক্তের নির্ঝর
তারাও ছিল আত্মনির্ভর ....
-
তোমার গায়ের মিষ্টি সুবাস, লাগে আমার বেশ
তোমার মুখের মিষ্টি হাসি, ভোলায় সমস্ত কষ্টের রেশ-
পাখি হয়ে যাবো উড়ে সমুদ্রের তীরে
নীল আকাশের মাঝে যাবো এক অচিন দেশের খোঁজে
শান্তি যেথায় করতালি দেয় নীল গগন পাড়ে
বন্দী খাঁচার আটক খুলে পালিয়ে যাবো কূল-কিনারা ছেড়ে
পাখিরা যখন বন্দি ছিল মানুষ তখন উন্মুক্ত
আজ মানুষ হয়েছে বন্দি পাখিরা মুক্ত
-
স্মৃতির পাতায় তাঁর লেখা উক্তি
বইয়ের ভাঁজে থাকা ভালোবাসার পংক্তি
শৈশবের সহজপাঠ কৈশোরের গীতবিতান, গীতাঞ্জলি
বইয়ের ভাঁজে, গানের ছলে, কবিতার ছন্দে অমর হয়ে, থাকবে সকলের মনের আঙ্গিনায় প্রিয় মৃত্যুঞ্জয়ী কবি
রবি ঠাকুর...
-