ভালোবাসার কোনো দিন হয় না।
প্রতিটি দিন নতুন করে নতুন ভাবে ভালোবাসা যায়। কিন্তু যদি বিশেষ কোনো একটা দিন ভালোবাসাকে উৎসর্গ করা যায়, পালন করা যায়, তাতে কোনো ও ন্যাকামি নেই।
তেমনই মাকেও রোজ ভালোবাসলেও একটা বিশেষ কিছু যদি করে তাকে একটু আনন্দ দেওয়া যায়, তাতেও ন্যাকামি নেই।
সবটাই ভালোবাসা প্রকাশের উপায়।
একটু সহজ করে ভাবতে শিখুন, সহজ করে বাঁচতে শিখুন।
-
At that very moment
Before asphyxiated,
I got some fresh air
Which whispered~
Still alive dear!-
বর্ষবরণের অগ্নিস্নান
বরণডালায় সাজানো হলো
অশ্রু বারিধারা–
বুঝলো না কিছুই, সাক্ষী ছিল যারা।
সত্য-মিথ্যা, আসল-নকল,
কোনটা সরল কোনটা গরল!
ভালোবাসার আশ্রয়ে নিরাশ্রয় কে?
কে যে আলো জ্বালায় আর আগুন ধরায় কে!
বর্ষবরণ হলো শব্দের মেলা সাজিয়ে,
কন্ঠের ঢাক-ঢোল বাজিয়ে।
নতুন বছর নিয়ে এলো নতুন আশা
চোখ ধুয়ে দিল অজানা সত্য
মন ভরে দিল নিজের জন্য ভালোবাসা।
সংসারের সারকথা শেখালো এসে
বাঁচতে হয় শুধু নিজেকে ভালোবেসে!
-
পুজোর বোলপুর
পর্ব ২ (শেষভাগ)
বাগানের দিকটা ও ভারী সুন্দর। সবুজের মাঝে খড়ের ঝাউনির নীচে কাঠের চেয়ার, টেবিল রাখা। নিরালায় বসে একটু গল্প করার জন্যই এই আয়োজন।
ঘরের ভেতরে ঢুকে মনে হয় এখানেই থেকে যাই। পুরো ঘরে মাটির প্রলেপ দেওয়া। মেঝেতে মাদুর বিছানো। আলমারিটায় বাঁশ আর মাদুরের কারুকার্য করা, চারপাশে আবার মাটির প্রলেপের উপর নকশা আঁকা। আয়নার চারিধারেও বাঁশের কাজ।
মধ্যাহ্ন ভোজনে পাতে মাছ, ভাত,তরি-তরকারি সাথে রবীন্দ্রসংগীত। দুপুরের আহার সত্যিই অপূর্ব । জমিদারি আয়োজন— কাঁসার থালা,বাটিতে খাবার পরিবেশন। ছোট্ট একটা মাটির বাটিতে চাটনি।
খেতে খেতে বাবুই পাখির কৃত্রিম বাসা, পাশের দেওয়ালে ময়ূরের পালক মাথায় গোঁজা এক আদিবাসীর ছবি চোখের, মনের তৃপ্তি সাধন করছিল।
সব মিলিয়ে রিসোর্টের মোহ-মায়া ত্যাগ করা আমার পক্ষে নিতান্তই অসম্ভব।-
Of
chopping this heart
with words,
pumping
when needed
& overwhelming
with love...
-
অপেক্ষার শেষে
মেঘের চাদরে মুখ ঢাকবে ভাস্কর
কিরণ হবে মৃদু, রক্তিম আভায় সাজবে প্রান্তর।
আলো আঁধারের রোমাঞ্চে মুখরিত হবে ধরা
জানালার ওপারে নামবে শীতলতা,
তখনও কিছু হয়তো থেকে যাবে অধরা।
ঘরের কোণে থাকবে পরে মন-
ভাববে, শীতলতা পাবে সে কখন?
জানালা যেদিন হবে খোলা
শীতল বাতাস দেবে দোলা।
জাগবে প্রাণের কলরব
অপেক্ষায় শেষ হবে সব।
-
ডানার জোর কমে যদি
মনের ডানা মেলবো,
উড়তে আমায় হবেই যখন
যেভাবে হোক উড়বো।-
আমাদের কলেজ জীবনে না ছিল সেলফি, না ছিল এতো রমরমা।
পূজা, আমি জানি তুই আমায় কতটা বুঝতিস, কতো বোঝাতিস।
আমার হঠাৎ হঠাৎ রাগের সময় ঠান্ডা করতিস।
আমি তোকে খুব খুব ভালোবাসি।
এসব কথা আমি কোনোভাবেই তোকে বলিনি।
আজ তোর নতুন পথ চলায় মনে রাখিস, সুমনের সাথে সাথে আমিও সবসময় তোর পাশে আছি। 😘-