11 AUG 2017 AT 21:54

সমুদ্র

সমুদ্রের জল নোনতা লেগেছিল
চোখের জল ও তো নোনতা বটে
তবে কি কোন অভাগিনী কেঁদেছিল?
সহস্র বছর ধরে সবার অজান্তে।

সেই নোনা জলই বয়ে বেড়াচ্ছ
এখনো প্রতি দিন প্রতিটা মুহূর্তে।
স্বপ্ন ভঙ্গের বুকফাটা আর্তনাদ
কান্না হয়ে মিশে গেছে তোমারই বুকে।

তাই কি বারে বারে চাও ফেরাতে?
রোষে রাগে গড় গড় করে
বার বার আছড়ে পড়ো পাড়ে
বোধহয় বলতে চাও তারে
নিয়ে যা কান্না, বাঁধ বুক টারে।

কান্না গুলো ফিরে যায় বারে বারে
প্রতি বার যত বার তুমি আছড়ে পড়ো পাড়ে
বুক ভরা কান্না নিয়ে সমুদ্র তুমি রয়ে গেছো
আদি অনন্ত অনাদিকাল ধরে।

সদ্য জাত

- susanta santra