Susanta Khanra   (সুশান্ত)
72 Followers · 104 Following

পরিচয় উঠবে গড়ে কলমে...
Joined 27 August 2017


পরিচয় উঠবে গড়ে কলমে...
Joined 27 August 2017
11 MAR 2021 AT 10:17

দু-হাতখানি জায়গা নিয়ে ঘর বেঁধেছি সিন্দুকে
একটুখানি ব্যাতিক্রম নজর রাখে নিন্দুকে
উষ্ণ একটু স্পর্শ ছিল ছোট্ট একটা বিন্দুতে
একটা বড় উঠোন ছিল মুসলিম আর হিন্দুতে।

-


8 JAN 2021 AT 14:48


আমাদের কিছু বিকেল কেটেছে দূর্বা চয়নে
কিছু সন্ধ্যে কেটেছে ডানার গন্ধে স্বপ্ন বয়নে
কিছু বর্ষা কেটেছে মন খারাপের সুর গেঁথে
কিছু শরৎ কেটেছে ছেঁড়া মেঘের ছন্দে মেতে
আমাদের কিছু ঋতু থেকে গেছে গোপনে, একাসনে
কিছু হারিয়ে গেছে দীপ নিভে গেলে পরে
কিছু রেখেছি গুছিয়ে, ভালোবেসে, যতনে
পলাশ রঙে সাজিয়েছি কিছু
কিছু অভিমানের অলঙ্কারে
আমাদের কিছু স্মৃতি রয়ে গেছে মনের খেয়ালে।
আমাদের কিছু সময় রয়ে গেছে কালের দেয়ালে।


-


26 DEC 2020 AT 23:10

কান্না ভেজা সাদা তুলোয় আকাশলীন
বরফ জমে পাহাড় প্রমান কণ্ঠনীল
হৃদয় মাঝে সূচ ফোটানো আলতো ছোঁয়া
স্মৃতির বুকে করাতখানি হোক বিলীন।

পাতা ঝরা একটা শরীর কঙ্কাল রূপ
শীতল বাতাস বেয়াক্কেলে বইছে চুপ
একলা মাঠের অন্তহীন রাস্তা মাঝে
ইলেক্ট্রিকের তারের পানে উঁচিয়ে মুখ
ভীষণ কোনো শপথ নিয়ে চিতিয়ে বুক
রক্ত মাখা দিগন্তরেখায় থাকছে চেয়ে।

এমন দিনে নাই বা তুমি ডাকলে কাছে
এমন করে নাই বা কোনো শর্ত দিলে
দুচোখ জুড়ে সবুজ পাতা জন্ম নিলে
আকাশ জুড়ে মনখারাপের মেঘ কাটলে
আবার এসো এমনি করে বসব পাশে
এমনি করে আবার কোনো নতুন আশে
গায়ক পাখির সঙ্গে বাঁধব নতুন গান।

-


25 DEC 2020 AT 9:04


সবার জন্য যিনি জন্ম নিলেন,
সবার পাপে যিনি জীবন দিলেন,
পুনরুথ্বানে সবার জন্য জীবিত হলেন,
তিনি জন্ম নিলেন, সবার মাঝে জন্ম নিলেন।

এ বড়দিন সবার,
সবার জন্য তিনি ভালোবাসার দ্বার খুললেন,
সবার মাঝে, সবার জন্য ক্ষমার বাণী দিলেন
সবার জন্য অনন্ত জীবন দিলেন যিনি
তিনি জন্ম নিলেন, সবার মাঝে জন্ম নিলেন।

-


23 DEC 2020 AT 10:17

ছড়িয়ে রেখো উষ্ণতা
সকালের কোমল রোদ পিঠে মেখে নেবো,
বাসি পিঠেপুলির স্বাদে, টাটকা খেজুর রস
আর বাগানের সদ্য ফোটা ফুলের গন্ধে
ভালোবাসার অভিষেক হবে খামারে বসে।

-


20 DEC 2020 AT 18:54


আকাশের বুকে তারাদের রূপে, নীচু স্বরে
বুনে রেখে যায় কিছু গল্প কথা, আগামীর তরে
পয়ারের ছন্দে, শব্দের বন্ধে জমে নীরবতা।

টুকরো কাগজ আর আলগা কিছু কথা,
রূপকথার ঢেউ হয়ে, পাল তোলা নৌকায়
ছলাৎছলাৎ নক্সি কাঁথার রঙ বোলায়
ভেঙে দিতে সময়ের অনন্ত বধিরতা।

টুকরো কাগজ আর আলগা কিছু কথা,
টুকরো স্মৃতি আর আলগা কিছু ব্যাথা
টুকরো সময় আর আলগা ছোটো খাতা
একে একে খসে পড়া তারাদের সাথে
থাকে থাকে মিশে যায় পৃথিবীর কোলে
পুরনো হিসেবের জমা সব জটিলতা।

-


19 DEC 2020 AT 13:45


বেয়ারা খুব একলা হলে।
ঋণ শোধের নীতি
বিস্মৃতির আঁচল টানে।
দুই মহলের প্রীতি
নিঃসঙ্গ হৃদয় জানে।

-


19 DEC 2020 AT 7:47

অনন্ত প্রেম

রাত্রিশেষে যদি ভাঙল ঘুম স্বপ্নে,
একটি তারা চুপটি করে তোমায় দেখে।
বাগানজোড়া ফুলের গন্ধ আলতো করে ছুঁয়ে,
আলাগা খোঁপায় পরশ দিয়ে নীরবে যায় চুমে।
একটি কোনো শিশির বিন্দু ঘাসের থেকে খসে,
চুঁইয়ে পড়ে কোমল গালে নীরব ক্ষমার সুরে।
মুচকি হেসে হাত বাড়িয়ে যেই উঠবে জেগে,
ওমনি দেখো নতুন ভোরের কূজন কলরবে,
সাজিয়ে ডালি দাঁড়িয়ে পিতা, তোমায় ভালোবেসে।

-


18 DEC 2020 AT 20:34

খোলনলচে ঘাঁটা পোড়া জীবন,
রোদ-বৃষ্টি মাপা সাধের জীবন,
পালে বাতাস ভাটার টান বইছে জীবন।

-


18 DEC 2020 AT 10:07

জড়িয়ে আছে গাছের ডালে শরীরটাকে আঁকড়ে নিয়ে,
লতায় পাতায় থাকছে মিলে জীবনটাকে ভাসিয়ে নিয়ে।
পরাশ্রয়ী বলুক লোকে, পরশ্রীকাতর তাদের জানে।

-


Fetching Susanta Khanra Quotes