When i sleep
Just see you in a dream
When i wake up
Imagine looking for you.
Don't go that far
By increasing the distance
Without me
From my life
Keeping the dreams.
Dreams are dreams or dreams in my life
That will be true-
বন্ধু তোমার কি মনে আছে পুরানো সেই কথা?
বলেছিলে তুমি, “বন্ধু তুমি ছাড়া এই জীবনটাই বৃথা”
সেদিনের সেই বিপদের কালে, তুমি এসে ধরেছিলে হাত,
আজও আমি ভুলতে পারিনি সেই ভয়াল কাল রাত!-
ভালোবাসবো বলেই বেসেছি..
কোনোকিছু না ভেবেই বেসেছি..
কিছু চাই না..
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
ব্যস এইটুকু..-
স্কুলের কোলাহলে
নিতান্তই খেলাচ্ছলে
দিয়েছিলো সে প্রস্তাব
অবাক নয়নে চেয়ে থাকলাম
ক্রোধে ফেটে পড়লাম
নিজেকে বললাম
আমি কি প্রেমে পড়লাম
অবশেষে বুঝলাম
মনে মনে হাসলাম
নিজেকে বোঝালাম
তারই মাঝে হারালাম
আজ আমি চেয়ে থাকি
মনে মনে শুধু ভাবি
সে আবার আসবে নাকি
বলতে আমায় ভালোবাসি ।-
আজো কিশোর বয়সে আমি
প্রেমের অথৈ নদীতে সাঁতার কাটি-
সপ্তসিন্ধু জয়ে তোমায় এনেছি আমার কুঠিরে,
তুমি আলো ছড়াও।
মেল দু'টি আঁখি,
অজানার মাঝে পাড়ি দেব হাত দু'টি ধরে,
আমি কোন ভ্রুকুটিতে ভিত নই,
তুমি শুধু পাশে থেকো।
আজো কিশোর বয়সে আমি-
কে বলেছে যৌবনের পরশ পেরিয়েছি,
সবে তো শুরু হল আমার ভালবাসার গল্প।
-
স্বপ্নের ডানা মেলে
উড়ে চলে গাঙচিল
কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে
মাঠ- প্রান্তর অনাবিল।
এলোমেলো হাওয়া দোলে
তরু-ছাঁয়া শিখরে
দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে
তোমার ঐ পূর্ণিমা অধরে।
আবার ফিরে আসে
ঘুরে ঘুরে মনের মাঝে
কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো
সন্ধ্যা তারার একাকি সাঁঝে।
এইতো সুখের পরশ মেলে
দু'জনার হৃদয়ে
বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়
দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে।
-
আমি যখন ঘুমিয়ে থাকি
স্বপ্নে শুধু তোমায় দেখি
আমি যখন জেগে থাকি
কল্পনাতে তোমায় খুজি।
দূরে তাই যেও না
দূরত্ব বাড়িয়ে
আমাকে ছাড়িয়ে
আমারই জীবন থেকে
স্বপ্নগুলো রেখে।
স্বপ্নগুলো স্বপ্নই রবে নাকি আমার জীবনে
তা সত্যি হবে-
ভালোবাসবো বলেই বেসেছি..
কোনোকিছু না ভেবেই বেসেছি..
কিছু চাই না..
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
ব্যস এইটুকু..
রোজ সকালে ঘুম ভাঙানোর এস.এম.এস..
কলেজ ক্যাম্পাসের খুনসুটি..
আর সেই রাগ দেখানো তুমি..
ব্যস এইটুকু..
সত্যি বলছি আর কিছু চাই না..
অতীতের কালো মুছে আলোকিত করেছ আমার জীবন…
সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান হচ্ছে কিছু মুহূর্ত..
ওই মুহূ্র্ত গুলো একটু একটু করে উপভোগ করছি..
শেষ হতে দিতে চাই না..
কোনো আবদার, কোনো commitment, কোনো কিছুই তুমি চাওনি..
শুধু চেয়েছিলে আমায়…
ব্যস এইটুকু..
বিকেলে রাস্তায় তোমার সাথে কাটানো সময়..
তখনো তুমি কিছু চাওনি..
শুধুই হেসেছিলে…
আর চেয়েছিলে আমায়, তোমার পাশে..
ব্যস এইটুকু…
সারাদিন তোমার কথা ভেবে কাটালাম...
তোমার সাথে কাটালাম সারা বিকেল...
এবার শুধু তোমার স্বর শুনে..
যাব নিদ্রায় ..
ব্যস এইটুকু…
আবার কাল সকালে ..
-
You are my best friend
You are in my heart
No one can break our friendship
I know you as a brother
-
In mind
Just got you
Hearts in the heart
I wrote
Your name
Just love you
Mother-