Supriti Das  
56 Followers · 26 Following

শিশির সিক্ত ঘাসে হেমন্তের বিদায়ী সুর বাজে
তন্দ্রাহারা চোখে অভিমানী মেঘ জমেছে !!
Joined 29 September 2017


শিশির সিক্ত ঘাসে হেমন্তের বিদায়ী সুর বাজে
তন্দ্রাহারা চোখে অভিমানী মেঘ জমেছে !!
Joined 29 September 2017
1 FEB 2022 AT 11:40

জীবনের শূন্যতার মানে
বসন্তের ছোঁয়ায় হয়না রঙিন সবকিছু !
শ্রাবণধারা ভিজিয়ে দেয় পথঘাট
ভিজে যায় সাদা-কালো স্বপ্নেরা পিছুপিছু !!
# সুপ্রীতি— % &

-


27 JAN 2022 AT 9:46

চাঁদ লিখে রাখে আকাশের গায় !
বুকের দেরাজে জমছে দীর্ঘশ্বাস
জীবন অনাদায়ী ঋণ শুধে যায় !! #সুপ্রীতি— % &

-


24 JAN 2022 AT 10:21

আমরা সবাই ভাবি! আমাদের প্রিয় মানুষটির জীবনে আমি ভীষণ গুরুত্বপূর্ণ.... ভুল মারাত্মক ভুল !! কারন বাস্তব প্রায়শই অন্য কথা বলে.…...
#সুপ্রীতি

-


17 JAN 2022 AT 20:11

কিছু কথা লিখে রাখে চাঁদ আকাশের গায়
ভৌগলিক দূরত্ব থাকলেও মনে মনে কথা হয়।
কিছু অনুভূতি নিয়ে আসে অকাল শ্রাবণ
মেঘ জমা চোখেই চলে একলা বর্ষ যাপন।
কতকিছু বলার ছিল! তবুও হয়নি অবকাশ
আবেগটা বড্ড একপেশে! সঙ্গী দীর্ঘশ্বাস।
#সুপ্রীতি

-


7 JAN 2022 AT 7:58

কাউকে কথা বলার জন্য বাধ্য কর না
তাকে ও বুঝিয়ে দাও চুপ করে থেকে!
তাকে ছেড়ে তুমিও ভালো থাকতে পার
নীরবতা পালিত হোক দুপক্ষই থেকে !!
#সুপ্রীতি

-


5 JAN 2022 AT 8:41

রাতভর বৃষ্টিতে ভিজে যায় আমার শহর
মনের উঠোনে জল থৈ থৈ
পৌষালী মিঠে রোদে সেঁকে নিতে ইচ্ছে করে সবকিছু
বুকের ভেতর নীরবে চলে তুষারপাত
আচমকাই বদলে গেল তোমার আবহাওয়া দপ্তর!!! # সুপ্রীতি

-


23 DEC 2021 AT 13:23

পাহাড়ের মনেও লাগে আঘাতের ছোঁয়া
ঝর্ণা ধারায় তারাই জেনো আছড়ে পড়ে
যেজন কখনো পায়নি আঘাত ভালোবেসে
তার বুকে কি কান্না কখনো গুমরে মরে ??
#সুপ্রীতি

-


13 DEC 2021 AT 18:34

মনের ঘরে ঝড় উঠেছে
আকাশ বুঝি টের পেয়েছে
ক্ষণে ক্ষণে বিজলী চমকায়
হৃদয় নিভৃতে রক্ত ঝরায়
বেনামী ভালোবাসা একলা কেঁদে মরে
শাসন বারন অবহেলায় বিঁধে ফেরে।
#সুপ্রীতি

-


3 DEC 2021 AT 15:10

মুক্তির স্বাদ আমার কাছে রাখি
যাকিছু পাওয়া রয়ে গেল বাকি!
মেঘের চাদর ঢেকেছে সব অভিমান
বুকের ভেতর শিকল ভাঙার গান !! #সুপ্রীতি

-


30 NOV 2021 AT 11:10

মন গহীনে আলতো ছোঁয়া
অস্তরাগে গোলাপ সুরভি
হৃদয় আঁকে প্রেমের ছবি
হঠাৎ করে অচেনা হলে
স্বপ্ন যাকিছু গেল খোওয়া। #সুপ্রীতি

-


Fetching Supriti Das Quotes