স্কুল জীবনের কিছু অবাঞ্ছিত স্মৃতি আমাকে আজও তাড়িয়ে বেড়ায়।
ছেলেবেলার সেই দিনগুলো আমার মানসপটে আজো ভেসে ওঠে,,
কিছু দুরন্তপনা,কিছু আদর অনাদরে,এক বাধা ধরা গন্ডির বাইরে বেরিয়ে ১২টি বছর পেরিয়ে গেছে।।
তখন বুঝিনি এই মুহুর্তগুলো আমায় এতটা তাড়িয়ে বেরাবে।
সেই প্রথম দিনে বাবার হাত ধরে আসা থেকে শুরু করে শেষ দিনে বন্ধুদের সঙ্গে সেলফি তে বিদায়,,, সবটাই যেন একটা গল্পের মতো।।
আজ স্কুল থেকে বেরোনো ২ বছর হয়ে গেলো, স্কুল জীবনের সেই মস্তিটাই কোথায় যেন উধাও হয়ে গেল,,,,,,,,,,,,,,,
।।।।।।বিদায় ছেলেবেলা বিদায় তোমার।।।।।।।- কলমে আমি সুপ্র
4 MAY 2018 AT 18:04