Suparna Nandy   (দ্যুতি)
60 Followers · 34 Following

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তুমি আরও আরও আরও দাও প্রাণ
Joined 31 March 2020


প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তুমি আরও আরও আরও দাও প্রাণ
Joined 31 March 2020
10 SEP 2022 AT 20:12

অপূর্ন অতীতই বর্তমান।

-


8 SEP 2022 AT 21:20

আহ্ণিক গতি, বার্ষিক গতি কিসের ইশারায় চলে!
সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ অথবা উল্কাপাত
নবগ্রহের আচরণেও ভিন্নতার বরাৎ
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম
বজায় রেখেছে সৃষ্টি
এদের করায়ত্ত করাতেই মানুষের অপকীর্তি।
সময়কে মানুষ ভাগ করছে ঘন্টা- মিনিট-যামে
শূন্য সবই শূন্য রে ভাই সময় শুধুই নামে।
অভিশাপ বা আশীর্বাদ সময় কিছুই করে না
কার্য-কারণ সম্পর্ক সবই, ভাবি সময়ের ছলনা।

-


7 SEP 2022 AT 20:26

একগুচ্ছ ফুল
আবেগে ভাসায় দুটি মনের কূল
আর তার সুগন্ধ-
আনে অনন্য প্রেমানন্দ।

-


31 AUG 2022 AT 21:08

ডানা মেলে নীড়ে ফেরে ওরা পানকৌড়ি,
অস্ত সূর্য্য আকাশে আঁকছে ছবি
জ্যোৎস্নার অপেক্ষায় থাকে চকোর-চকোরী।

-


31 AUG 2022 AT 20:31

the consciousness of
emptyness and darkness
which is primordial and
eternal.

-


29 AUG 2022 AT 17:47

জীবন আলেখ্য যেন সতর্ক চরিত
মাঝপথে ঝিনুক কুড়ানো অভিজ্ঞতার বেলা
হঠাৎ হারিয়ে ফেলা ছোটবেলার খেলা।

তবুও সাগর নীল জলে
ঢেউয়ে ভাঙ্গা মুখ দেখে ধূসর মেঘদলে,
কি বারতা পায় তারা কে জানে
বিদ্রোহ ক'রে বারিধারা হয়ে ঝরে।

নিঃশব্দে ভেসে চলে তারা দূর থেকে দূরে
গোপনে ঘনীভূত হয় অলক্ষ্যে সবার,
হঠাৎ কোন একদিন গুরুগম্ভীর নাদ, ঝলকে বিদ্যুৎ
বিদ্রোহ শিখি, দেখে পঞ্চভূতের প্রচন্ড দাপট।

-


26 AUG 2022 AT 20:33

কথাতেই কথার শেষ।

-


26 AUG 2022 AT 16:22

এক আকাশ ঘন কুয়াশায়
হারিয়েছে মন, সে আমারই দায়
হারিয়েছে ক্ষণ, সেও আমারই ভয়
অন্তরে অন্তর্লীন, অপ্রিয় ভরসায়
জীবন-সময় যেন অবিচ্ছেদ্য আশঙ্কায়
দূরে দূরে জলন্ত একাকী নক্ষত্রের ন্যায়
ঘন অন্ধকার পরিবেষ্টিত নিশাকাশের আলোয়
আমার দিনের শুরুতেই নমস্কার জানায়,
বিদায়, অনন্ত বিদায়।
তবুও জীবন বাঁচে, আশার আশায়।

-


20 AUG 2022 AT 19:38

boundless beauty of the nature. It's not only rejuvenates our internal glands of our body, it also calms our mind and increases our brain function slowly but permanently.

-


17 AUG 2022 AT 8:18

absolute confidence.

-


Fetching Suparna Nandy Quotes