প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় পুরুষ হলো তার ❤"বাবা"❤
-
যে রাজ্যের ন্যায্য শিক্ষা
পরে আছে ফুটপাতে,
সেই রাজ্যেই বেকারত্বের
কামড় পড়ে হাতে...-
যদি মোর দুঃখে ব্যাথিত তোমার হৃদয়
তবে...,
তোমা বিনা এ জগতে শান্তি নাহি কোথাও...-
ক্যানভাস আজ ধূসর বলে,ছেড়া মেঘের ক্লান্তি
অভিমানের চড়া দামে, বিকিয়ে দেবো ভ্রান্তি...-
তাদের মনেও কষ্ট জমে,
দুঃখ আসে সহস্রবার
বুক পকেটে ক্ষত রেখে
মেটায় শত আবদার-
যে মেয়েটা হেসেই চলে,সেই মেয়েটাও শান্ত
তার ও মনে ঝড় ওঠে রোজ,কেউ কি তা জানতো??
সুপর্ণা-
শরতের স্নিগ্ধ বিকেলে আমার শরীর জুড়ে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছুঁয়ে যায়, ওই কাশফুল গুলো যখন মৃদু হিমেল হাওয়ার পরশে ধীরে ধীরে সূর্যকে ছুঁয়ে বিলীন হয়ে যায় ওদের নিজস্বতায়.....
--সুপর্ণা-
সেদিন বৃষ্টি ছিল না,কিন্তু চশমার কাঁচে বিন্দু বিন্দু লেগে ছিল পুরোনো অতীত....
সুপর্ণা..-
আজ মেঘলা আকাশে,খোলা চুলে কালো মেঘের আড়ালে ভালোবাসা বিকিয়ে দেবো শহরের রাজপথে..চিঠি লিখবো বৃষ্টিকে,ভিজিয়ে দিতে আমার আবেগসত্ত্বাকে...
সুপর্ণা....-