25 APR 2019 AT 18:43

একাকীত্ব আমায় ভাবায়,
জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।
একাকীত্বকে অনুভব করতে পারলে, নিজেকে চেনা যায়।
একাকীত্ব কখনো দুর্বলতা নয়, মনের গঠনের প্রকৃত বন্ধু।
একাকীত্ব স্রষ্টা,একাকিত্ব বেঁচে থাকার অনুপ্রেরণা।
তোমার জন্য হয়তো বিড়ম্বনা, একাকীত্ব।
আমার জন্য কিন্তু, এক পরম প্রাপ্তির খাজনা।।

- সু পর্ণা