Random Two line poem
তোমার সাথে, রাস্তার ধারে এককাপ গরম চা,
এক জায়গাতে থমকে গেছে আমাদের পা।।
তোমার সাথে কাটানো এক প্রহর,
ভুলে যাই সবকিছু, মানুষজন আর ব্যস্ত শহর।।
ATC ছাড়া মাঝআকাশে প্লেন যেমন দিশেহারা,
তোমাকে ছাড়া আমার জীবনও ছন্নছাড়া ।।
-
Lives in BANKURA❤❤
Love To Write Poem Since 2019
My milestone,
O followe... read more
ছোট্ট শহরের ব্যস্ত বিকেল (Part 2)
দিনের শেষে বিকেলবেলায় সূর্য গেছে অস্ত,
কিন্ত ছোট্ট শহরের এই সময়েও সবাই ব্যস্ত।।
কাজের পরে বাড়ি ফেরার জন্য সবাই দিচ্ছে তাড়া,
কেউ যাচ্ছে পায়ে হেঁটে, কেউ করছে গাড়ি ভাড়া।।
হাইমাস্টের আলো মুছে দিয়েছে দিন-রাত্রীর অন্তর,
বাজারের রাস্তা যেন হয়ে উঠেছে জন সমুদ্রের বন্দর।।
খাবারের আর কাপড়ের দোকানে জমে উঠেছে কেনাকাটা,
মুদির দোকানে কেউ কিনছে মশলা, কেউবা কিনছে আটা।।
বাজার থেকে দূরে, খেলার পর ছেলেরা গল্পে মশগুল,
কেউ মাঠে হাঁটছেন, কেউ পরিচর্যা করেছেন বাগানের ফুল।।
কিছুক্ষণ পর শান্ত হবে চারপাশ, ঘুমিয়ে যাবে ছোট্ট শহর,
ধীরে ধীরে এগিয়ে আসবে আরেকটা ব্যস্ত দিন শুরু হবার প্রহর।।
-
ছোট্ট শহরের ব্যস্ত সকাল (Part 1)
ভোরের আলোর প্রথম কিরনের সাথে,
ছোট্ট শহরে শুরু হয়ে যায় সকালের তোড়জোড়,
জল দিয়ে পরিস্কার করা সব দোকানপাট ঘরদোর।।
রাস্তাতে শুরু হয়েছে গুটিকয়েক যানবাহনের আনাগোনা,
ইস্টেশন থেকে সকালের ট্রেনের হর্নের শব্দ যায় শোনা।।
ইতিমধ্যেই চায়ের দোকানে দেখা যায় লোকেদের জটলা,
তারই পাশে ছোট্ট ছোট্ট কুকুরের ছানারা করছে খেলা।।
মাঠে একজন বোঝাছেন শরীরের জন্য খেলাধূলা কতটা দরকার
এদিকে বাজারে সব্জিওয়ালা হাজির নিয়ে তার, সব্জির সম্ভার।।
আস্তে আস্তে বাড়তে শুরু করে লোক, শুরু হয় নানান আলোচনা,
এভাবেই হয় শুরু ছোট্ট শহরের ব্যস্ত সকালের সূচনা।।-
ভাই বোনের সম্পর্ক হল ভালোবাসার বন্ধন,
যা রক্ষা করে ভাইফোঁটার চন্দন।।-
রং-বেরঙের আলোয় সেজে উঠেছে,
গ্রাম, শহরের সমস্ত অলি-গলি,
সমস্ত অন্ধকারের বিনাশ করে,
সবার জীবনে আনন্দ নিয়ে আসবে এই দীপাবলী।।
-
-----------দুলাইনের কবিতা (Part 4)----------
১০) তুমি গল্পের শেষ অধ্যায়, আমি অসমাপ্ত গল্প,
তোমাকে ছাড়া, আমার গুরুত্ব খুবই নগন্য।।
১১) তুমি প্রবাহমান নদী, আমি জলের নুড়ি পাথর,
তোমার সাথে, ভেসে যেতে চাই সারা জীবনভর।।
১২) তুমি গতিশীল সাইকেল, আমি তার দুটি চাকা,
নিয়ে যাব তোমায় সঠিক জায়গা, পথ যতই হোক আঁকাবাকাঁ।।-
------ দুলাইনের কবিতা (Part=3) -----
৭) তুমি অজানা ভূখন্ড,আমি এক সাহসী অভিযাত্রী,
তোমাকে জানার আশায় ,হেঁটে চলেছি সারা রাত্রী।।
৮) তুমি সংগীতের সপ্তসুর, আমি বেসুরো এক গায়ক,
কঠিন পরিস্থিতিতে তোমার সুর, আমার কাছে জীবনদায়ক।।
৯) তুমি আমার অন্তিম গন্তব্য, আমি ঘরহীন যাযাবর,
তোমার কাছে যাবার রাস্তা,খুঁজে চলেছি দিনভর।।-
ঘরের কোণে রাখা ক্রিকেট ব্যাট-টা,
যেন ইশারা করে আমাকে ডাকে,
বলে, আবার কবে মাঠে নিয়ে যাব তাকে।।
মাঠের বড়ো ঘাসগুলো যেন আমাকে দেয় হাতছানি,
বলে,হারিয়ে যাওয়া বলটা আবার যেন খুঁজে আনি।।
বিকেলবেলায় মাঠে আর কোলাহল উড়ে না আর ধূলো,
ভার্চুয়াল পৃথিবীতে মত্ত,মাঠে তাই আসে না ছেলেগুলো।।
এখন আমরা হয়ে গেছি ছয় ইঞ্চির মোবাইল স্ক্রিনে বন্দি,
আছে কি জানা কারোর এর থেকে বেরোনোর ফন্দি।।-
কি করে লিখব তোমার রূপের বর্ণনা,
সে তো প্রকৃতির এক অপরূপ রচনা।।
তোমার চোখের এমন সুন্দর দৃষ্টি,
যেন শুষ্ক জমিতে নেমে আসে খুশির বৃষ্টি।।
তোমার মুখের ওই মোহময় মন ভোলানো হাসি,
যেন মৃত বাগানে ফুল ফুটেছে রাশি রাশি।।
তোমার ওই মিষ্টি গলার সুর,
একবার শুনলেই সব দুঃখ চলে যায় দূর।।-
----------দুলাইনের কবিতা(part 2)----------
৪) তুমি ঝোড়ো হাওয়া, আমি আকাশে উড়ন্ত ঘুড়ি,
তোমার সাথে ভেসে, দূর দেশে দিতে চাই পাড়ি।।
৫) তুমি আকাশের শুকতারা, আমি পথভোলো নাবিক,
বিশাল সমুদ্রে তুমিই ,পথ দেখাবে সঠিক।।
৬) তুমি মরুভূমির মরূদ্যান, আমি পথিক দিশেহারা
শত প্রতিকূলতার মধ্যে, তুমি আমার আশা।।-