ভালো যদি মোরে বাসিতে চাও,
তবে কেবল আমারে বাসিও।
কাছে যদি মোর আসিতে চাও,
তবে তুমি একাকী আসিও।।-
কোনো কাজ বা কোনো কথা প্রতিশ্রুতির বন্ধনে আগলে রাখা যায়,
কিন্তু প্রিয়জন?
সে তোমার প্রতিশ্রুতির বন্দী?
নাকি সময়ের!!-
যতই তুমি লেখো কবি😒,
পড়বো পড়বো অনেক ভাবি।🤔
তবু অত পড়ার ইচ্ছে কোথায়,😴
থাকোনা এখন রয়েছ যেথায়।😌
পড়ার সময় এলে পড়েই নেব,😑
পরীক্ষার আগের রাতেই সব সাল্টে দেব।😎-
পাপের দরিয়া
পাপের দরিয়ায় অন্ধ মাঝি,বাইছে ডিঙি চোখ বুজে,
তুমি বসে সেই ডিঙিতেই, মাছ ধরছো নিভৃতে।
ভাবছো বসে, "ও দক্ষ মাঝি, দুর্ঘটনার ভয়টি নাই,
চলছে যেমন,চলবে তেমন, পাবো সব, যেমনটি চাই"।
হঠাৎ একদিন ঝড় উঠলো, বান আসলো নীল দরিয়ায়,
অন্ধ মাঝি গেলো ডুবে, ঝড় তুফানের নিশানায়।
প্রাণ বাঁচাতে ধরলে যখন দাঁড় দুখানি শক্ত করে,
গর গর গর গুড়ুম গুড়ুম বাজ পড়লো বুক চিরে।
ডুবলো ডিঙি, ডুবলে তুমি, তবু সঙ্গে নিলে পয়সা কড়ি,
নিজের লোভে অন্ধ হয়ে শেষ পেরেকেই মারলে বাড়ি।
-
আমফানের দাপটে, ছিটকে মুখ থুবড়ে শহুরে বিলাসিতা থেকে অনেকটা দূরে, যেখানে অ্যান্ড্রয়েড স্ক্রিনের আলোয় চোখ পচেনা, যেখানে বিদ্যুতের বাতি জ্বলেনা, যেখানে মোবাইল নেটওয়ার্ক অস্তিত্বহীন দিন কাটায়, যেখানে লক্ষ লক্ষ গাছ নিজেদের শহীদ করেছে ঝড়ের সামনে নিজের সবটুকু দিয়ে,সেখানে দাঁড়িয়ে আজকের বিধ্বস্ত বাংলা কে দেখলে চোখে জল আসে, ঝড়ের রাক্ষুসে গোঙানি যেন কান পাতলে এখনও শোনা যায়। সেই শ্মশানপুরীর ধ্বংস স্তূপ থেকেই বাংলা আবার সেরে উঠবে বাঙালির অদম্য আত্মবিশ্বাস এবং আন্তরিক ভালোবাসায়, কারণ বাঙালিরা কখনো হারতে শেখেনি !!
-
আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাইলে, তাহাকেও সুন্দর করিয়া যতনে স্তুপাকৃত করিতে হয়, নহিলে তাহা চারিদিকে ছড়িয়া গিয়া অযথা স্থান দখল করিয়া ফেলে...
-
সবার কাছে "ভালো আছি" জাহির করতে করতে, কখন সবার থেকে অনেক দূরে একা থাকতে শিখে গেছি...
-
আসল হাসিটা ঠিক কেমন ছিল,🤔
হোয়াটসঅ্যাপ ইমোজি দিয়ে কেড়ে নিল।😔
ফোন কলে মিষ্টি গলার স্বরটাও ভুলিয়ে দিল,🤫
কীবোর্ডের ওয়ার্ড প্যাডে সব লুকিয়ে নিল।😭-
আর হয়ত বেশি সময় নেই হাতে,
চলে যেতে হবে যেখানে যাওয়ার ছিল,
তুমিও সঙ্গে থাকলে বেশ হত যাত্রাটা,
কিন্তু সে সৌভাগ্যটুকু অর্জনে ব্যর্থ আমি।
আমি "অমিত রে" হয়েও "লাবণ্যকে" হারিয়েছি,
ব্যর্থ হয়েছি "পার্বতী" আমি,তোমাকে হারিয়ে।
"কমলাকান্তের" সুখ দেখে বড্ড হিংসে হয় জানো?
কি সুন্দর নেশায় ডুবে প্রেম খুঁজে সবেই,
পারবে যাওয়ার আগে এক টুকরো আফিম দিতে?
গভীর নেশাচ্ছন্ন না হলে পারবোনা ছাড়তে তোমায়,
প্রমিস করছি, থুড়ি কালি মায়ের দিব্যি,
আমি ফিরবো আবার নচিকেতা হয়ে,
একটু অপেক্ষা করো নীলাঞ্জনা।-
ঘুমহীন রাতে এলোমেলো নানান চিন্তা,
হোয়াটসঅ্যাপে প্রিয় নোটিফিকেশন,
সারাদিনের আলস্য বন্দী জীবন,
ফেসবুকে খামখেয়ালী স্ক্রলিং,
বাড়ীর লোকের ঝাড়, বকুনি,
বন্ধুদের থেকে অনেক দূরে,
অকারণের মনখারাপ,
আর সহ্য হচ্ছেনা!!
হয় "সেরে ওঠো পৃথিবী"
নয় শেষ করো একসাথে!-