যাদের আমরা এক সমুদ্র ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরি,
তারা আমাদের মনের তল পায় না কোনোদিন ও।
গভীরতা চিরকালই উপেক্ষিত।।
-
Why is it that the one who loses isn’t the unfaithful, but the one who stayed true? Why does the right one bear the scars while the other moves on without regret?
Your scars? - Proof you’re whole.
Their freedom? - A mask for what they couldn’t hold...-
আলো সরে যায় ক্রমে, দূরত্ব লেগে যায় ভালো,
মানুষ মৃত মোহনার ধারা। তবু, আকাশ জমকালো।।-
সদ্য নিলেম হিসেব খাতা, গুছিয়ে নিলেম ঘর,
যাওয়ার আগে, দুবাহু খুলে, জাপ্টে নিলেম ঝড়।
তোমায় ছাড়া পুরানো শহর, আদৌ কী উৎসুক?
নিজের ঘরে ফিরে ও দেখি, আমিই আগন্তুক।।-
নীহারিকা ধূমকেতু তলে, সে অক্ষর,
যার ধূলিকণা তোমার শিরায়,
তার বিন্যাস ভেদে ফুরোতে ফুরোতে
রেখে যেও ভাষ, আরো কিছু অমোঘ সঞ্চয়।
না রাখারা সহজ, প্রতি পদে।
ভেঙ্গে ফেলা, নতুনের খোঁজে, আবেশে,
তবু, কথা রেখো তুমি। বিশ্বাসের দ্বারে,
পুরোনো চাবির মতো, আমার না থাকাও
ঘর হোক তোমার, অনন্ত আশ্রয়।
ফিরে এলে, খুঁজে পাবে দিশা, গৃহতলে,
ভগ্ন শিলারা আজো চেনে তোমায়।
তুমি কথা রাখোনি বলেই। কথা রেখে গেছি,
বিস্মৃত মহাকালে তোমার হয়েই।-
I am learning to love the hush between prayers and vows,
That tender space where hope takes root and grows.-
তোমায় না পেয়ে, নিজেকে খুঁজে পাওয়া হল জীবন।
আর, তোমায় পেয়ে, নিজেকে ভুলে যাওয়াই হল ভালোবাসা।।-
It will slice through your heart,
Leaving you gasping for air as blood spills.
And, you know the cruelest part?
You're forced to 'Heal'...-
Anyone who blames your love as the problem,
doesn’t belong in your life.
Stay true to your journey.
They can blame anything but never love.-