তোমায় না পেয়ে, নিজেকে খুঁজে পাওয়া হল জীবন।
আর, তোমায় পেয়ে, নিজেকে ভুলে যাওয়াই হল ভালোবাসা।।-
Insta ID - @sumayinstablog
Connect - 📨 ghoshsum... read more
It will slice through your heart,
Leaving you gasping for air as blood spills.
And, you know the cruelest part?
You're forced to 'Heal'...-
Anyone who blames your love as the problem,
doesn’t belong in your life.
Stay true to your journey.
They can blame anything but never love.-
No selfless act can surpass the depth of unconditional, eternal love that is freely given. If being unconditional means letting go, it raises profound questions about our purpose.
What are the battles we choose to fight in life, and why? What gives meaning to our existence, and what do we hold onto in our final moments?
Perhaps, the essence of life lies in finding balance between letting go and holding on, between love freely given and love deeply cherished.-
যে তোমার না দেখা মলাটে, যে তোমার অনাগ্রহ দেনা।
ইতিহাস সাক্ষ্য দিয়েছে তার, কোনো মন ভাঙ্গেনি অচেনা।।-
যত বেশি বলি, তারও বেশি রয়ে যায় না বলারা,
অবহেলা চেনায় সময়, মানুষ চেনায় উপেক্ষারা।।-
শত শত যুক্তির পরেও, একটাই প্রশ্ন ছিল শেষে,
তুমি যার আপেক্ষিক, সে তোমার ধ্রুবকে মেশে?-
আজ তোমাকে খুঁজতে গিয়ে দেখি, সুখের হদিস পোড়া মাটির লাল।
যেটাকে আমি সব পেয়েছি ভাবি, তারই দ্বারে দাঁড়িয়ে মহাকাল।।-