suman maity  
47 Followers · 21 Following

Joined 5 October 2017


Joined 5 October 2017
14 NOV 2020 AT 20:59

সম্পর্ক খুব দূরের হলেও, অসম্ভব নয় আড়ি ;
ভাবের একটাই সর্ত, পরনে তোর সবুজ শাড়ী।
অবৈধ ইচ্ছে আমার, তোকে গ্রাফাইটে ছুঁই ;
সৌন্দর্যের প্রতিযোগিতায় তাজমহল দ্বিতীয়,
প্রথম স্থানে তুই.....

-


2 JUN 2020 AT 2:01

Loyalty is an expensive gift, don't expect it from cheap people

Not everyone has the courage to say that "I have never done anything wrong to anyone"

Because to say that, one needs to have a good conscience and family education.

How strong the spine is can be understood by the ability to fight back and take responsibility

-


19 MAY 2020 AT 22:41

তুই তোর ভুল দিয়ে ফুটিয়ে তুলিস নিজের প্রতিচ্ছবি ;

আমি তোর মধ্যে খুঁজে নেবো আমার নষ্ট পৃথিবী।

-


7 APR 2020 AT 10:57

তোকে ছাড়া আমি অসম্পূর্ণ, শূন্যতার সমান ;

রূপক দিয়ে বলতে গেলে, অঙ্ক ছাড়া " ভৌত-বিজ্ঞান "

-


7 APR 2020 AT 10:50

হিসেব-নিকেষ করিস না, আমি অঙ্কে বড্ডো কাঁচা ;

বন্দি হতে রাজি, হোস যদি তুই সোনার খাঁচা !!

-


7 APR 2020 AT 10:43

তোকে ছাড়া সব কেমন মূল্যহীন, সংখ্যার আগে যেমন শূন্য ;

আমি জানি, আমার বেঁচে থাকার তাগিদে তুই গুরুত্বপূর্ণ !!

-


6 APR 2020 AT 0:18

চিত্রে তোকে বন্দি করলাম, ইচ্ছে হলো গ্রাফাইটে ছুঁই ;

" সৌন্দর্য ", প্রতিযোগিতায় দ্বিতীয় এসেছে, প্রথমস্থানে তুই !!

-


29 NOV 2019 AT 23:05

ধর্ষণ করে পুরুষত্বের নাইবা পরিচয় দিলে.....

পশুর মতো আচরণ করে, নিজেকে বলো আদর্শ ছেলে ??

রাস্তায় দেখলে টোন কাটো, রেগে গিয়ে মেয়েকে গালাগাল দাও..

আর সেই তুমিই কিনা ধর্ষন বিরোধী লেখা ছাপাও ??

মুখের ওপর দিদি মানো, পেছনে ব্রা এর সাইজ বলো,

ওমন ছেলে নাইবা হলে, তুমি সাধারণই থেকো..

ছেলে কিংবা মেয়ে সম্মান আমরা সবাই চাই,

তফাত শুধু এটাই, আমরা দিতে ভুলে যাই...

ধর্ষক কখনও একদিনে হয়না, সামলে নিও যখন বুঝবে আশঙ্কা ;

তাহলে হয়তো আর কখনও, জ্বলবে না কোনো প্রিয়াঙ্কা........

-


29 NOV 2019 AT 0:54

sometimes you just realize death is much easier then live a life..... 🍃

-


23 NOV 2019 AT 12:53

Break-up hurts the most !!

- kokhono " Electromagnetic Theorem " pore dkhecho???

-


Fetching suman maity Quotes