তোমার স্রোতে ভাসতে ভাসতে
তোমার গভীরে ডুবে গেছি-
প্রেম রসায়ন গুলো
বিকৃত সব অভিযোগের স্পর্শে
আলাদা তাই মানুষ গুলো
দূরত্বের অভ্যাসে-
বুকের ভেতর একশো স্বপ্ন,
দেখছে যতো প্রেমিক চোখ।
অপছন্দের অজুহাতে,
ভাঙল সব এক পলকে।-
শেষ বিকেলের ইঙ্গিত -
বাড়ি ফেরার সময়।
এক ফালি চাঁদের অজুহাতে
কাছাকাছি আরও কিছুক্ষণ।-
অভ্যাসে চোখ গুলো
আজও পথ পানে চেয়ে -
শোনো,
যে পথে গেছো তুমি,
ফিরো না সে পথে কোনোদিনও-
অপেক্ষার দিন শেষ - স্বাক্ষী পশ্চিমী লাল
ফিরতি পথে তোমার আশায় পেছন ফিরি বারংবার-
সময় আর বন্ধুত্বের মধ্যে
একটা জিনিস খুব common -
দুটোই কোনোদিন পুরনো হয় না।-
তুমি ভিনদেশী তাঁরা,
আমি যাযাবর
তবুও তোমার নামে লেখা,
এ মনের স্থাবর-অস্থাবর।-
শূন্য থেকেই নাকি সব শুরু,
শূন্য তেই সব শেষ।
তোমায় ঘিরে যে শূন্যতা -
তা শেষের নাকি শুরুর?-
I want to extends
your class and override all your problem & sadness functions,
Rewrite them into my class.
And while executing you with me,
I want your happy smiling face as output <3-