suman guha  
4 Followers · 2 Following

Joined 23 August 2017


Joined 23 August 2017
10 OCT 2021 AT 13:28

অনেক দিনের উপোসী ঠোঁট না হয় তাকে না আটকালে,
বরং তোমার জমিয়ে রাখা আগুন দিও রংমশালে ।

-


14 SEP 2021 AT 16:55

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও ও ....
চাঁদ হয়ে রবো আকাশের গায়ে
বাতায়ন খুলে দিয়ো ও ও ও ....

-


30 AUG 2020 AT 0:50

সাধ ছিলো বাসবো ভালো
তোমায় কখনো পাই যদি....
বুঝিনি তো এ প্রেম হবে
দুকূল ছাপানো এক নদী....

-


15 AUG 2019 AT 8:06

কখনো যদি মিলিয়ে যাই ,
মৃত শরীরের ভিড়ে ... ।
তোর স্মৃতিগুলো তখনও জ্যান্ত ,
দেখিস বুকটা চিরে ...॥

-


7 MAR 2019 AT 16:14

এই বসন্তে এবারে খুব...
মহুয়া খেয়ে মাতাল হবো ।
স্বর্গে যেতে না পারি তো...
উল্টোদিকে পাতাল যাবো ॥
মরার পরে, নতুন জন্মে...
একটা পলাশ বৃক্ষ হবো ।
বুক ফাটিয়ে আগুন জ্বেলে...
সব্বাইকে জ্বালিয়ে দেবো ॥

-


2 FEB 2019 AT 8:57

আসলে দুরত্ব খুব বেশী নয়,
একটা ফোনের এপার ওপার ॥
সব SMS তোমার কাছে যেতেই পারে,
নিশ্চয়তা নেই তা ফিরে আসার ॥

-


14 OCT 2018 AT 16:05

সবাই নিশ্চিন্তে এবং নির্ভাবনায়
উৎসবের দিনগুলো কাটান....
কারণ, আপাতত সব বাঁশ প্যান্ডেলে
আর কাঠিও ঢাকের উপরে...😂😂😂
সবাই কে শারদ শুভেচ্ছা

-


22 JUN 2018 AT 13:24

চলনা সুজন মিলে দুজন,
নিলয় আকাশে বসি।
দেখুক লোকে দুচোখ খুলে,
আমরা ভালোবাসি।

চলনা সুজন হারাই দুজন,
চোখে দিয়ে ফাঁকি।
দেখুক লোকে অবাক চোখে,
কতটা ভালোবাসি...?

-


5 FEB 2018 AT 21:17

ভালোবাসলে...
অনুভূতিরা করে ভিড়,
একাকীত্ব মানে হার ॥
ভালোবাসলে...
ছন্দের ঝর্নাধারায়,
শব্দেরা বাজায় সেতার ॥

-


6 JAN 2018 AT 19:11

যদি কখনও দেখো, সব ছেড়ে চলে গেছি দুরে... বহু বহু দুরে...
হয়েতো আড়াই হাত মাটির নিচে শুয়ে আছি, কিংবা একমুঠো ছাই হয়ে উড়ছি আকাশে....
তখন তুমি শুধু একবার জিজ্ঞাসা কোর- ভালোবাসো ? কি ভাবছো...? চুপ করে থাকবো ? মন দিয়ে শুনো সেদিনও শুনতে পাবে... ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
যেভাবেই থাকি, যেখানেই থাকি, না থাকলেও ওই দুর... থেকেই ধ্বনি তুলবো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
আমিও ওই দুর থেকে শুনতে পাবো তোমার ধ্বনি, বুঝবো তুমি আছো, তুমি আছো, তুমি আছো... ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো... ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

-


Fetching suman guha Quotes