Suman Dolai   (Babu)
12 Followers · 5 Following

Student of literature.
Joined 9 July 2019


Student of literature.
Joined 9 July 2019
5 JAN 2021 AT 10:00

"উষ্ণ স্পর্শে বাঁচুক প্রেম,
ভালোবাসার বন্ধনে;
প্রেমের বিকেল বন্ধু হোক
তিলোত্তমার নন্দনে..."॥

-


15 DEC 2019 AT 9:59

কিসের এত আয়োজন...???
কাকে তুমি খোঁজো ?
শুধুই যে কিনা সুন্দর করে সাজে...?
মু্র্খ তুমি,খোঁজো তাকে
যে তোমায় সুন্দর করে বোঝে॥

-


7 DEC 2019 AT 13:21

হঠাৎ যদি রাস্তায় দেখা হয়

মনে পড়ে যায় পুরোনো সময়ের একটা কনা

তারপর যদি বলি "কিরে কেমন আছিস?"

তার প্রত্যুত্তরে হয়ত আসবে "ঠিক চিনতে পারলাম না" ॥

-


7 DEC 2019 AT 13:13

নামটা তো ভাই সুমন
তবে কেন নিজেকে বিষাক্ত ভাবি?
লেখাগুলোও বেশ যুক্তি ও আভাসের মোহন;
তবুও নেইকো কোথাও বিষের ছবি॥

-


2 DEC 2019 AT 22:05

সব মেঘে বৃষ্টি হয় না
কিছু কিছু মেঘ গুমরে মরে;
বাইরে সে হাসাতে মত্ত
ভেতরে তার অঝোরে কন্না ঝরে॥

-


2 DEC 2019 AT 21:52

তোমার স্মৃতি আজও অক্ষত
ক্ষত-বিক্ষত আমি;
মনের ভিতরে কি আছে লুকিয়ে
তা জানেন অন্তর্যামী॥

-


19 NOV 2019 AT 12:18

পাইনি বলে চেয়েছি তোমায়
নাকি চাইনি বলে পাইনি,
হয়তো তুমি সত্যি
তবু কেউ তো কারোর হয়....নি॥

-


18 NOV 2019 AT 12:11

চেনা মুখটা হারিয়ে গেছে
অচেনা সব মুখের মেলায়;
তুই না হয় সুখেই থাক
আমি থেকে যাবো অবহেলায়॥

-


8 NOV 2019 AT 15:13

নেশা কাটলে ভুলে যাওয়া,এটাই আসল রীতি
সে নিকোটিনের নেশা হোক কিংবা ভালোবাসার;
শুধু লেগে থাকে সময়ের কিছু আবছা স্মৃতি॥

-


8 NOV 2019 AT 15:04

অনেক কিছু খুঁজতে গিয়ে
নিজেই গেলাম হারিয়ে;
জীবন পথে দেখি আমি
একাই আছি দাঁড়িয়ে॥

-


Fetching Suman Dolai Quotes