Suman Bag   (অপ্রেমিক💌)
74 Followers · 10 Following

read more
Joined 17 October 2017


read more
Joined 17 October 2017
31 MAY 2022 AT 23:59

চোখের তারায় আটকে সে মুখ, খুঁজছে সুখের চাবি,
ভোরের বাতাসে কাব্য লেখে তার শরীরি মৃগনাভি।।

-


9 APR 2021 AT 8:53

হৃদয় আমার সাজানো মহল,তুমি তার মহারানি,
কাব্য লিখব তোমায় ঘিরে,তাই শব্দ খুঁজে আনি।।

-


9 FEB 2021 AT 22:42

এক সমুদ্র সাহস বুকে,
শিশিরকণায় তুমি দেখাও ভয়,
আঁধারে আকাশ ঢাকলেও জেনো,
হবে ঠিকই নতুন সূর্যোদয়।।

-


1 JAN 2021 AT 11:19

বিষে বিষে বিষক্ষয় হয়নি তো বিশে,
বিষ ফেলে অমৃত চলো পান করি একুশে।।।

-


27 JUL 2020 AT 9:55

জীবন তো সুখ দুখের নদী আর ভালোবাসার এক রাখি,
জীবন মানে লড়াই করা, সেথা দুঃখ পেয়ে লাভ কি?
আসবে বাধা পাহাড়সম,তবু থেমে থেকে যে লাভ নেই,
মৃত্যু কি আর বলে আসে?তাই সুখ খোঁজো তুমি ভালোবাসাতেই।
ঘুরে বেড়াও,সাজো আবিষ্কারক,প্রকৃতির কোলে ছুটে যাও।
জীবনের থেকে কিছু হাসি কুড়িয়ে,স্মৃতির মালা গেঁথে নাও।।

-


26 JUL 2020 AT 9:16

বিচ্ছেদ হয়েছে অনেক আগেই,প্রেমালাপ তাই নেই,
দূরত্বটা বেশী হলেও তবু, অনুভূতি মেশাই তোতেই।
ভুল করেও যদি ক্লান্ত চোখে, তাকাতো সে অনাদরে,
মনমন্দিরে আলো জ্বলে ওঠে,আশা জাগে মোর অন্তরে।।

-


21 JUL 2020 AT 21:56

ভয় পেয়েছো সত্যি কি? দেখেছো আমায় আদৌ কি?
মনের ভেতর টহল দিও,দেখো অনেক প্রেম যে বাকি।
আমিই তো সে, যে প্রত্যাখ্যানেও ভালোবেসে জড়িয়ে রাখি,
তবু স্মৃতির ভিড়ে হারাইনি তোমায়, আঁকড়ে ধরেই বেঁচে থাকি।।

-


20 JUL 2020 AT 12:34

দাঁড়িয়ে সে যে মনের দ্বারে,কিছুটা এলোমেলো,
লাগছে যেন দেবীর মতো চুল গুলো তার এলো।
নদী যতই অশান্ত হোক সমুদ্রেই সে মেশে,
ভালোবাসা যে ক্যান্সার সম বাড়বে অপেক্ষা শেষে।।

-


19 JUL 2020 AT 9:37

ভালোবাসা এখন উদ্বায়ী বস্তু,স্বচ্ছতা নেই জলে,
সবুজ কেমন ঝিমিয়ে গেছে,পচন ধরেছে ক্লোরোফিলে।
হিংসার প্রাসাদ বেড়েছে সেখানে,বিসন্নতায় ডুবেছে মন,
ভাইরাসে ছেয়েছে ধরিত্রী আজ,দাবানলে পুড়ছে বন।
প্রানভোমরা যে সবুজে আছে,তাও বৃক্ষরোপন উহ্য,
বাঁচার রাস্তা এটাই শুধু,মতামত পেশ করেছে সূর্য।।

-


18 JUL 2020 AT 9:31

ওই দেখা যায় লক্ষ্যচূড়া,দুহাত বাড়িয়ে ডাকছে,
চোখ দুটো কে মুছেই নিলাম যদি ভুল হয়ে যায় পাছে।
আজ হয়তো সব হাতের মুঠোয়,চিন্তাও নেই স্বল্প,
এখন তবে বলবে না কেউ, তোমার লড়াই করার গল্প,
সফলতা কি এতই সোজা,হাতের মোয়া নাকি?
সে পথ যে রক্তপিপাসু,তাই সাবধানে পা রাখি।
আসুক পথে বাধা তবে,তবু থেমে যাওয়া যে মানা,
দ্রুত পায়ে এগিয়ে যাওয়ার নাও শুধু এক বাহানা।।

-


Fetching Suman Bag Quotes