Sukriti Dhang   (Sukriti)
54 Followers · 20 Following

read more
Joined 23 November 2019


read more
Joined 23 November 2019
3 AUG 2022 AT 20:15

মেঘের ডাকে,

পাখিরা ডানা মেলে উড়ে যায় ।

-


3 AUG 2022 AT 20:12


আছে শুধু মেঘলা দিনে বৃষ্টির পরার শব্দ

-


5 MAR 2022 AT 18:51

বৃষ্টির সাথেই
ঝড়বো যখন
ছুয়ে যাবো তাকেই।

-


24 FEB 2022 AT 22:59

নীল আকাশ ছোঁয়া,
বসন্ত মেখেছে সবুজ রং,
যতদূর চোখ যায়,
ডুবেছে মন।

-


21 FEB 2022 AT 19:19


এই ভাষাতেই আছে-
রাগ, অভিমান ও ভালোবাসা,
জোনাকির আলো ছোঁয়া,
আছে প্রাণের মায়া,
এই ভাষাতেই হৃদয় কথা বলে
স্নেহ মাখা গন্ধে,
আমার ভাষা আমার গর্ব আমার অহংকার।।

-


21 FEB 2022 AT 12:31

to prove the proverb
"Failures are the pillars of success"

-


20 FEB 2022 AT 19:20


আকাশ মিশেছে রাঙা মাটির দেশে,
আমি একা বসে পথিক হয়ে
পুরনো স্মৃতির পিছুটানে

-


17 FEB 2022 AT 19:50

চাঁদের আড়ালে এক টুকরো তারা,
নদীর কিনারে তার প্রতিফলন আবছা

-


17 FEB 2022 AT 19:38


আমার নাম ধরে
ফিরবো তোমারই ছায়া হয়।

-


31 JAN 2022 AT 12:48


দূর দেশের কথা
উদাসী মন জানে,
সেই সন্ধ্যা ভেজা দিন
উদাসী মন জানে,
হারিয়ে যাওয়ার গল্প।।

-


Fetching Sukriti Dhang Quotes