Sukanya Shil   (অন্তরলেখা)
6 Followers · 4 Following

read more
Joined 5 May 2019


read more
Joined 5 May 2019
27 MAR 2023 AT 13:00

My friend asked me " what's the hardest thing in the world"?
I answered "giving surprise to the over thinkers"
She smiled and revealed my birthday plan. Now I'm crying in a corner and thinking I had already guessed the plan.

-


22 MAR 2023 AT 19:25

দাফন হয়েছে এদিক সেদিক
খুঁজতে গিয়েও থমকে যাওয়া
ভুলে যাওয়া যে বড়ো অসুখ।
না ফেরার রাতে একাকিনী
অশ্রু ঝড়ে ইচ্ছে নিয়ে
লুকিয়ে থাকা নিস্তব্ধতারা
কবর পাশে দাড়িয়ে থাকে গোলাপ নিয়ে 🍃🍃


-


18 MAR 2023 AT 21:30

চলো একরাশ খোলা হাওয়ার মতো
হঠাত্ এসে বন্ধু হই। পাশে থাকি ক্ষণিকের আল্হাদে ।তারপর...
আরে চলে যাওয়া বা থেকে যাওয়া ওসব সময়ের খুনসুটি, মনে থেকে যাওয়া দরকার

-


21 JAN 2023 AT 17:23

থাকুক আঁধার
মিলুক একই সম্মান
দরকার যখন দুজনেরই
কেন উঁচু নীচু এই ব্যবধান

-


21 JAN 2023 AT 17:06

How to live a life.. they say they are tender while being so strong in the same time. They won't stay with you until you take care of them. You have to have self control otherwise you will end up plucking them rather losing them. They will give you beauty in return you will give them love and care.. life goes in the same way. Give and take sounds cliche but the most truthful thing

-


21 NOV 2022 AT 16:19

মরচে পরা জাহাজ
সাগর শুকিয়ে এখন শুধুই বালি
নাবিকদের আর নেই কাজ
কত অপেক্ষারা ডুবে গেছে
কত আশারা মরে গেছে
কত সামুদ্রিক ঝড়েরিতো আর আসা হয়নি
তাও থেকে যায় এই বন্দর
ভুলে যাওয়া টুকুকে সম্বল করে
এক আচমকা সুনামির অপেক্ষায়

-


14 NOV 2022 AT 9:13

It was a very rough day
You came home took a bath and had the dinner without skipping it

-


9 NOV 2022 AT 23:27

When the window convinces you for the outside
I'll come with freedom

-


9 NOV 2022 AT 17:16

I started doing things for myself

-


9 NOV 2022 AT 17:14

দিন শেষে কর্তব্যের বোঝা কাঁধে নিয়ে
অমিল হিসেবগুলোর গোলমেলে জবাব দিতে ,
তবু ফিরতে হয় দিন শেষে শত টানাপোড়েনের পরেও
প্রীয় মানুষগুলোর ঘ্রাণ পেতে।
আসলে ফিরতে আমাদের সবাইকেই হয় গল্পের শেষে কোনো এক অদ্ভুত টানে,
এক আজগুবি অজুহাতে।
আর আমাদের এই গল্পগুলোও বেঁচে থাকে
ওই "তবু ফিরতে হয়" গুলোর আশ্বাসে।


-


Fetching Sukanya Shil Quotes