আমায় ভুলে থাকতে পারো তুমি
যেমন লোকে অতীত ভুলে থাকে
ঝরা পাতার ঝরে যাওয়া শোক
গাছ কি বলো কখনো মনে রাখে?
এখন তুমি বিভোর অন্য সুখে
হাত রেখেছো অন্য কারো হাতে
ফুলদানিতে তাজা ফুলের ঘ্রান
শুকনো ফুলের কে আর খবর রাখে?
সাগর বাঁধা দুই চোখেতে যার
জলের জন্য কার কাছে হাত পাতি
স্মৃতির ভারে বুক যদি হয় ভার
কান্না দিয়ে সবটা ঢেকে রাখি।
ঘুম ভুলেছি তোমার কথা ভেবে
রাত্রি বুনি দুখের কুরুশ দিয়ে
চাঁদও দেখি আধবোজা চোখ মেলে
দুঃখটাকে দিচ্ছে আমায় ছুঁয়ে
রাতের পাখি দিক ভুলেছে কোথাও
ভ্রান্ত চেোখে নীড়ে ফেরার তাড়া
ভোরের আলো ডাক দিয়ে যায় যখন
আমার তখন ক্লান্ত ঘুুমের পাড়া।- Sujata goswami
17 JAN 2024 AT 19:21