Sujan Patra   (সু জ ন)
44 Followers · 54 Following

Joined 20 July 2018


Joined 20 July 2018
27 APR AT 19:37

প্রিয় তুমি,

সামনে হয়তো বাতাস তীব্র হবে, মেঘ ঘন হবে, পথ হবে অজানা। কিন্তু মনে রেখো — তুমি সেই নাবিক, যে নিজের নৌকাকে দিগন্তের ওপারে নিয়ে যেতে জানে।

-


27 APR AT 15:20

আলো আমি, ঝড় নয়;
স্বপ্ন আমি, সীমা নয়;
শুরু আমি, শেষ নয়।"

-


27 APR AT 15:19

পরাজয়ের ভয়,
পরাজয়ের চেয়েও খারাপ

-


20 JUN 2024 AT 20:15

পরের জন্মে সমুদ্র হবো,
কিনারা শেষে মিলবে আকাশ!
আর প্রেম হবে মেঘের সাথে। 🌊🖤☁️

-


14 APR 2024 AT 2:23

লোক দেখানো ভালোবাসা আজ শুধু মুঠোফোনে তে বন্দী,
হারিয়ে গেছে সব অনুভূতি আজ, শুধু ভালো দেখানোর ফন্দি।

-


11 APR 2024 AT 10:27

ধৈর্য ই হলো সুখে থাকার একমাত্র সম্পদ, শক্তিমান যোদ্ধা। ছোট থেকে যেমন হঠাৎ করে বড় হওয়া যায় না,তার জন্য সময়ের সাথে ধৈর্য ধরে চলতে হয়, তেমনি আগামীর সফলতার জন্য ধৈর্য সঞ্চয় ই হলো একমাত্র মন্ত্র।

-


17 FEB 2024 AT 11:33

বসন্তের লাজুক সুন্দরী,রং পাতার মেলান্তি,
ছিটিয়ে তোমার রঙের ভাষায় খুঁজে পাই হারিয়ে যাওয়া শান্তি।❤️

-


14 FEB 2024 AT 11:22

একরাশ ভালোবাসা ছড়িয়ে থাকুক সারা জীবন জুড়ে,
উড়িয়ে দিলাম মনপাখি রে,
উড়ে চল ওই নীলাকাশে ঝর্না আর সাগরপাড়ে।

-


14 FEB 2024 AT 11:12

শুভ রং মেলান্তির দিন,
কারো রং লাগে, কারো রং মিলিয়ে যায়

-


28 JAN 2024 AT 0:28

কোথাও রাত নামে, বিষাদ খামে, কোথাও আলোর বান,
কোথাও ঠোঁট জানে, কী অভিমানে, ভালো থাকার ভান!

-


Fetching Sujan Patra Quotes