When I'll choose to leave, I'll make the William Blake
rise up to design the decree for my final sleep....-
ভালোবেসে বুকে আগলে, ঢাল হয়ে রুখে সব ধ্বংস;
গভীর অসুখ যবে সিদ্ধার্থ- ও তো উড়িয়ে দিয়েছিলো তার সাধের রাজহংস।-
When you odours like vintage wine,
All conspiracy flops there between Devil and Divine-
ঋতু শেষে উড়ে যায় পরিযায়ী পাখি
বসন্ত অভিমানী বলে "আমি অত মনে রাখি-না"-
মাঝবয়সী শীতে যারা উত্তাপ চেয়ে ফেরে,
সময় এসেছে যাওয়ার নিরুত্তাপের হাত ছেড়ে।-
অন্য কারোর পোষা পাখি দেখলাম বেশ শান্ত স্বভাবের, কোনো অছিলায় ভুল করে উড়ে এসে আমার ছাদে বসেছিল। ধরে এনে পোষ মানতেও চেয়েছিলাম, কিছুদিন ছিলও আমার কাছে বেশ কয়েক বুলিও শিখিয়েছিল আমার কাছ থেকে। ভয় হত যদি আবার পালিয়ে যায়, সেই কারণে খাঁচায় রেখেছিলাম। একদম থাকতে চাইতো না সেই সোনার খাঁচায় মাঝে মাঝে খুব ডানা ঝাপটাতো কখনও আবার খাওয়া দাওয়াও বন্ধ করে দিত..... একদিন রাতে জানলা খুলে উড়িয়ে দিলাম।
....... দূর থেকে গান ভেসে আসে "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় "
খাঁচাটা এখন শূন্য তবু যেন শূন্য নয়............-
Thousands of flintstone sparkles together when vintage light of Nature kiss a elegant visage....
-
Waking up from the dream, like Rapunzel
Claded thyself in pine green, damsel!!!-
মেঘের ব্যাগে অনেক তুলো, রাতভর বৃষ্টি অবিরত।
কলিজা ডুবে ঘৃণার গঙ্গাজলে তবু ভালোবাসা অক্ষত।।-