অনেক ভাবনা উথালপাথাল
মন জুড়েই বিষন্নতা
মানুষ নিজেই ভাবুক আবার
কোথায় আছে সুখের অসুখ
ছদ্মবেশী-
Writer
নিছক কিছু সংজ্ঞাগুলো
বাধনছাড়ার গল্প বুনে
কয়েকজীবন থাকবে বলে
নতুন ভাবে স্বপ্ন দেখে
হাজার স্বপ্ন বুনে আবার
কিছু মানুষ হাসতে ভুলে
হেরে যাবার পরেও আবার
কিছু মানুষ ভাবতে শেখে
কয়েক মানুষ আবার হাসে
নতুন করে জীবন পেয়ে
অনেককিছুর পরেও আবার
নিজের মতো গুছিয়ে নিয়ে
ছদ্মবেশী
-
লেখার মাঝে আবার লেখা
অক্ষর যখন কাব্যহীন
শিরোনামহীন পথের ধারে
নিমেষে কত গল্প চলে
ছদ্মবেশী-
লেখার মাঝে আবার লেখা
অক্ষর যখন কাব্যহীন
শিরোনামহীন পথের ধারে
নিমেষে কত গল্প চলে
ছদ্মবেশী-
এই শহরের আনাচে কানাচে
অনেক যখন গল্প রটে ,
একবারটি বলতে দিও
আমায় তখন শেষ বিকেলে
ছদ্মবেশী-
আসল কথাটা জানো কি ?
আমরা কিভাবে ঘুরবো
কেন ঘুরবো
যদি এসব ভাবিনা
আমরা কখনো
সেই সময়টা আর ফিরে পাবোনা,
মানুষ তো বলবেই কিন্তু
ভালোবাসাটা থাকলে
কিছুটা সময় কখনো
একসঙ্গে কাটানোই যায়||
ছদ্মবেশী-
ধরো যদি হটাৎ একদিন
মুখোমুখি আমরা দুজন
সেদিনও কি পুরোনো রঙে,
ডাকবেনা তুমি আগের মতন ?
ছদ্মবেশী-
আবার যেদিন ইচ্ছে হবে
তোমায় নিয়ে লিখবো বলে
একবারটি বলবে তবে
আবার নতুন ইচ্ছে নিয়ে
ছদ্মবেশী-
Letter
Something you are
with your beauty
Something you are
to your mystery
Something you are
like my untold voice
Something you are
like my vivid agony
With your all way
like your heart
With your all way
like the unfolded wings
you are the love
with your madness
-