5 MAR 2019 AT 21:58

।। কলেজের প্রথম দিনটি ।।

স্কুল লাইফ শেষে , শুরু হয় আমাদের কলেজ লাইফ । মনে একটু ভয় আর অনেকটা আনন্দ নিয়ে প্রথম কলেজে পা'রাখা । ভয়টি ছিল এইভেবে সেখানে সব্বাই অচেনা- অজানা, কারো কারো মুখে আবার শুনেছিলাম কলেজে নাকি সবাই সবার মত , নিজেরটা নিয়েই ব্যস্ত । আর আনন্দটা ছিল এই ভেবে , একটা নতুন জীবন - নতুন অনুভূতি।।

কলেজের প্রথমদিনটা ভয়ে ভয়ে ছিলাম , নতুন সব মানুষজন , নতুন জায়গা , নতুন বন্ধু । মনে হয়েছিল ভীষন একা যেন আমি এখানে। কারোর সাথে কথা বলতে ভয় পেতাম , বড্ড যেন বোকা বোকা লাগত নিজেকে । কিন্তু আজ খুব অল্প সময়ের মধ্যে সেই অচেনা বন্ধু গুলোও ভীষন চেনা হয়ে উঠেছে , ভীষন কাছের হয়ে উঠেছে। কলেজ নামক একটা ছোট্ট পরিবারের অংশ হয়ে গেছি আমরা।।

- Sudipa Mukherjee