সব ভালো না লাগা মানেই যেমন ঘৃনা নয়,
তেমন সব ভালো লাগা কখনো ভালোবাসা নয়। 🌸💙
~প্রিয় 💞-
Ba. Bengali honours
Chandannagar.. Govt.college
— ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’
বিনা চেষ্টায় মরে যাব একেবারে
— ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’
বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান
— ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’
পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি
— ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’
পড়তে পড়তে ধরে নেব ওর শাখা
— ‘যদি শাখা থেকে নীচে ফেলে দেয় তোকে?’
কী আর করব? জড়িয়ে ধরব ওকেই
বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’
ঈশ্বর আর প্রেমিকের সংলাপ
--– জয় গোস্বামী-
সময় পেলে কোনোদিনও এসো আমার দেশে ।।
গল্প শোনাবো সন্ধ্যা নামার আগে
কি করে চারপাশ অন্ধকার হয়ে যায়...
সুখের মোহর জমা করতে,
স্নায়ু তে চাপ পড়ে...
আবার কখনও রক্ত ক্ষয় হয়!-
শহরের কোলাহলের মাঝে ,
কোনো দিনও যদি ফুরসত পাই ।
সমস্ত কাজের চিন্তা ভুলে ,
মনে হয় যেন দূরে চলে যাই ।।
যেথায় আছে সবুজ বন ,
আর আছে ফুলের সারি ।
বাসন্তী রাঙা শাড়ি পরে ,
দেব অচিনপুরে পাড়ি ।।
নৌকা আমার ভীষণ প্রিয় ,
সাথে গাঢ় নীল আকাশ ।
মেঘের ভেলা ভাসবে তাতে ,
সাথে মৃদুমন্দ বাতাস ।।
জলের তোড়ে মাঝি ধীরে বাইবে উজান ,
কখনওবা ধরবে চেপে হাল ।
আসন্ন বিপদ কেটে যাবে ,
যখন উঠিয়ে দেবে পাল ।।
কি আছে ওই নদীর ওপারে !
আছে কি সুখের হদিস !
মন কেমনের একলা রাতে ,
ওখানে কেউ কি শুনবে আমার নালিশ !!
ঝঞ্ঝা ,তুফান ,আঁধি কেটে ...
আমি কেবল যাব একটি বার ।
কয়েক মুঠো সুখ কুড়াতে ,
সাত সমুদ্র তেরো নদীর পাড় ।।-
----- "মনের অন্দরমহল" -----
বাইরে রঙিন ঝালর পরা ...
সবাই শুধু জাঁকজমকটিকেই দেখে ।
ভিতরের দগ্ধ মানুষটির খোঁজ ,
কজন সময় নিয়ে রাখে !
মুখ গুঁজে যারা পড়ে আছে কোণে ।
ভেতরে ভেতরে তারা পুড়ছে রোজ ।।
বাঁচার তাগিদে ঘর ছাড়ল যারা ।
কেউ রাখেনি তাদের খোঁজ !!
"সমাজ" নামক বাধার জালে আবদ্ধ হয়ে ,
যারা মুখ বুঝে অত্যাচার সয় ।
আচ্ছা বলতে পারো !
মানিয়ে নেওয়ার চাদর মুড়ে ,সত্যিই কী তারা সুখে রয় ?
বাহ্য পৃথিবীর জলসাঘরে ,
নানান আত্মীয়ের ঢল ।
দুঃখ নামক আত্মীয়কে সঙ্গী করে ,
মনের অন্দরমহল ফুঁপিয়ে কাঁদে অনর্গল ।।
-
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে--
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে॥
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে॥
প্রেম পর্যায়...
রবীন্দ্রনাথ ঠাকুর-
// মুখোশ //
ক্ষত বিক্ষত আমরা প্রত্যেকেই , আঁচ টুকু কেবল মনের ভিতরে হয় ।
দিনের আলোয় ভালো থাকার অজুহাতে , প্রত্যেকেই সুখের চাদর মুড়ে রয় ।।
এ শহরের মানুষ গুলো প্রত্যেকেই জাদুকর , এক মুখ হাসি নিয়ে তারা শুরু করে সকাল ।
দিন শেষে এও তারা জানে , শত দুঃখের মাঝে ভালো থাকার কৌশল ।।
কেউ আবার মনে অসুখ বাধিয়ে , দিনের আলোয় দিব্যি হেসে বেড়ায় ।
কেউবা আবার অনেকটা ক্ষয় হয়ে , সুখের আশায় আর একটু বেশি দুঃখ কোড়ায় ।।
এ শহরের মানুষ গুলোর বুঝি ,রাতের অন্ধকারই বড্ড বেশি প্রিয় ।
তাইতো তারা ভাবে, সকাল সাঁঝে ... মুখে হাসি মেখে থাকাই শ্রেয় ।।
হয়তো অন্ধকার ঘুঁচে একদিন , আসবে আশার আলো ।
দুঃখ কষ্ট নিপাত গিয়ে সমস্তই হবে ভালো।।
মনে হাজারও কষ্ট কিন্তু মুখে হাসি মেখে , তাদের একটাই আফসোস ।
কোন অদৃষ্টের দ্বন্দে তারা ...পরে থাকে ভালো থাকার "মুখোশ" ।।-
কাজল কালো চোখের পলক , তীক্ষ্ণ ওই হাসি ।
অভিমানের ঘোরেও , শুধু তোমায় ভালোবাসি ।।
অভিমানের পারদ ছুঁয়ে , মন খারাপে দিনযাপন ।
অচেনা এই শহর ভিড়ে তুমিই একমাত্র আপন ।।
হাজার ব্যস্ততার মাঝেও মনে পড়ে তোমার ওই মুখ ।
মনকেমনে ভালোথাকার তুমিই আমার চিরাচরিত সুখ ।।-
আকাশ জুড়ে মেঘের খেলা, ঝুঝি বৃষ্টি এল সাঁঝের বেলা ।
ওই যে চাতক মেঘের পানে চায়, গাছের পাতা বৃষ্টি মাখে গায়।।
অতর্কিতে বিদ্যুৎ এর ঝলক, বুক কাঁপানো ধ্বনি।
এই ঝুঝি আরও জোড়ে অঝর ধারায় বৃষ্টি এল নামি ।।
কেউবা বেজায় খুশি বৃষ্টি মেখে গায় ।
কেউ বা আবার মন কেমনের পড়ে আকাশে'র দিকে চায় ।।
-
বৃষ্টি দেখা ভোরের আলো ।
সিক্ত এই মনকে ছুঁলো ।।
ঝাপসা কাঁচের বিদীর্ণতায় ।
জলছবিরা মন কে বোঝায়।।
ফ্যাকাসে ক্যানভাসে রংতুলি ছুঁয়ে ।
মনের মলীনতা সমস্ত যাক ধুয়ে ।।
-