আমার গল্প বিচ্ছেদের কথা বলে না ….
আমার গল্প বিচ্ছেদের পরে নতুন করে বাঁচার কথা বলে!
আমার গল্প ঘন অন্ধকারের মধ্যে একটু আলোর দিশার কথা বলে !
আমার গল্প মেঘাচ্ছন্ন দিনে সূর্যের উকি দেওয়ার কথা বলে!
আমার গল্প ছেড়ে যাওয়ার কথা নয় , সাথে থাকার কথা বলে!
তুমি ছেড়ে যাওয়ার একটা অজুহাত দিলে, আমি সাথে থাকার শত কারণ দেখিয়ে তোমায় আটকে দেবো !
তুমি কিছু দিনের একটা ‘Journey’ মনে কর , আর আমি সারাজীবনের স্বপ্নে বুকবাঁধি!
-
যখন মিথ্যে বলতে বলতে হাঁপিয়ে যাবে ,
যখন দূরে গিয়েও আমায় মনে করবে,
যখন নেশাতুর থেকেও আমায় খুঁজবে,
অতীত কে মন থেকে বিদায় জানাবে…
সেদিন পৃথিবী টা অন্য রকম হবে!
সেদিন আমার গান তোমায় স্বাগত জানাবে! 🖤-
তাকে ভালোবেসে তাকে বেঁধেছি ভালোবাসার সম্পর্কে ‘ধাগা’ দিয়ে!
ভালোবাসার প্রতি বিশ্বাস থাকুক আজীবন!-
লড়াই এর শেষে প্রেম হোক আবার!
ঠোঁটের স্পর্শে মাতুক এই মন!
জড়িয়ে ধরে ভালোবাসো, কানে কানে বল...
তোমায় ছাড়া ব্যর্থ এ জীবন!-
তুমি কাছে থেকেও বড্ড যে দূরে….
পাইনা ছুতে তোমায়!
সবাই কী এত অনুভব করে?
নাকি আমি খুঁজে বেড়াই?
ভালোবাসি বলেই কি এত খুঁজি?
নাকি তুমি আমার অভ্যেস?
এই প্রশ্নের উত্তর দিও
যখন দেখা হবে , হবে অপেক্ষার শেষ!!-
সকালের সমুদ্র , আর শীতের পাহাড় এক হয়ে যাক!
এক পশলা রোদ এসে পড়ুক আমাদের উপর!
তুমি আমি একসাথে হাঁটবো অনেকটা পথ…
তোমার হাত আটকে থাকুক আমার হাতে,
কখনো কখনো হেঁটো তুমি,
আমার দিকে চেয়ে ঠিক উল্টো দিকে …
আর আমি ?
হারিয়ে যাব তোমার চোখে!
তুমি তখন জড়িয়ে ধরো একটু ভালোবেসে!-
সম্পর্কের আজ চোখে জল....
মান অভিমান বড্ড বেশি!
বোঝাতেই পারলাম না ঠিক কতটা 'ভালোবাসি'!
তাকে কাছে পাওয়ার শত চেষ্টা …
পেলাম আর কই!
মন চায় আরো অনেক কিছু…
তাই তাড়াতে হবে ভয়!
ঠিক কতটা ভালোবাসলে সেও বলবে...
“ শুধু তোমাকেই চাই “-
আমি স্বপ্নেও তোমার প্রেমে পড়ি….
নীরব রাতের ব্যালকনি আর তোমার স্পর্শের অনুভূতি ....
আমার রাত জাগার রসদ!
এ যেন এক ভিন্ন আমি!
নেশাতুর হয়ে ঘুরি তোমার প্রেমে…
সেই অচেনা তুমি থেকে আজ বড্ড কাছের...
সবই যেন কেমন অপরূপ মিলন!-
যাকে হারানোর ভয় এত বেশি,
তার কাছে কী কিছু চাওয়া যায়?
যে এখনো ভালোই বাসেনি,
তার কাছে কী অভিমান করা যায়?
আমার অনুভূতি যখন তাকে ঘিরে…
সে তো বোঝেনা যখন সে একটু দুরে!-
তোমার মন খারাপের দিনে,
আমি তোমার পাশে থাকতে চাই!
শত অভিযোগের মাঝে,
তোমায় অফুরন্ত ভালবাসতে চাই!
তোমার মুখের প্রাণখোলা হাসি,
আমি সবসময় দেখতে চাই!!-