sudip sadhukhan  
4 Followers · 19 Following

Joined 3 June 2023


Joined 3 June 2023
27 JUN 2023 AT 14:36

হাওয়া

হাওয়া! আসলে তোমার মধ্যে আছে কি উপাদান?
তুমি তো আসলে সব গ্যাসের সংমিশ্রণ।
জানিনা আমি তোমার প্রকৃত উৎস কোথায়?
তুমি থাকো আমার অন্তরে
বয়ে যাও বহু দূর-প্রান্তরে।
জানি আমি রয়েছো আমার পাশেসাথে
সব সময় বয়েছ আমার শ্বাস-প্রশ্বাসে ।
তবুও আমি তোমাকে খুব নাই দেখি
অনুভবে পাই আমি সে কি।
হাওয়া! তুমি কত ভালোবাসিয়েছো প্রাণ
তুমি এ সুন্দর বিশ্বকে করেছো দান।।

-


23 JUN 2023 AT 13:42

ইচ্ছে মায়া

ইচ্ছে মায়ার জীবন নদী ছুটছে অবসাদে
তোমার প্রেমের টানে আমি ভাষাহীন যৌবনে
জীবন নদীর মাঝে "আমি মাঝি" ধরেছি হাল
"জোয়ারেই"হয় ভয়; না হারাতো যদি পাল।।

ইচ্ছেমায়ায় "আমি পুরুষ" আছি তোমারই সঙ্গে
বোঝনা তুমি! পুরুষ মানুষ তোমারই একই অঙ্গে
সারাদিন ঘামে ভিজা "এক এক ফোটা রক্ত"
সকল কিছুতেই আমি তোমাতেই আসক্ত।।

ইচ্ছেমায়ায় পরে আমি হয়েছি এক বন্য
যে বকে-সে বকে,আমি যে অন্য
"তুমি আলেয়া"জেনেও আমি বইছি যে এক খেয়া
ভালোবাসি-প্রেমেভাসি "তরী" তোমায় বাইয়া।।

ইচ্ছে মায়ার জীবন 'তরী' বইছে বারোমাস
চেয়ে দেখি "তুমি মায়া" কাঁদছো চারপাশ।।

-


23 JUN 2023 AT 13:21

ইচ্ছে মায়া

ইচ্ছে মায়ার জীবন নদী ছুটছে অবসাদে
তোমার প্রেমের টানে আমি ভাষাহীন যৌবনে
জীবন নদীর মাঝে "আমি মাঝি" ধরেছি হাল
"জোয়ারেই"হয় ভয়; না হারাতো যদি পাল।।

ইচ্ছেমায়ায় "আমি পুরুষ" আছি তোমারই সঙ্গে
বোঝনা তুমি! পুরুষ মানুষ তোমারই একই অঙ্গে
সারাদিন ঘামে ভিজা "এক এক ফোটা রক্ত"
সকল কিছুতেই আমি তোমাতেই আসক্ত।।

ইচ্ছেমায়ায় পরে আমি হয়েছি এক বন্য
যে বকে-সে বকে,আমি যে অন্য
"তুমি আলেয়া"জেনেও আমি বইছি যে এক খেয়া
ভালোবাসি-প্রেমেভাসি "তরী" তোমায় বাইয়া।।

ইচ্ছে মায়ার জীবন 'তরী' বইছে বারোমাস
চেয়ে দেখি "তুমি মায়া" কাঁদছো চারপাশ।।

-


13 JUN 2023 AT 16:36

__বিড়ি__

বিড়ি! তুমিতো এক শুখনো পাতায় মোরা।
না আছে শক্তি প্রানীকে অক্সিজেন দেওয়া
তুমি জ্বল;অপরকে জ্বালাও এ কেমন তোমার চাওয়া।
চাওয়ার,কথা বলিস না তুই,দিয়েছি অনেক কিছুই
''এটাই তোদের পাওয়া''_____

হারিয়ে এখন আমি জীবন্ত বৃক্ষের মূল এই আমার জ্বালা।
তোরা জালিস অন্য সুখে,
ক্ষুদ্র আগুন জ্বালাস আমার বুকে
কি সুখ পাস আমায় জ্বালিয়ে?
তাই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় অল্প একুট ছায়ের বিন্দুতে।

-


8 JUN 2023 AT 14:00

~পাগল~

তোমাকে হারিয়ে হয়েছি আমি "একা"
জ্ঞান-বুদ্ধিও সঙ্গছারা
মুখের বাক্য দিক হারা
হাত-মুখ নেরে বোবামনের গান না গাওয়া।

চলেছি আমি একবোঝা কাজগ নিয়ে
লেখা আছে; 'শেষ পাতায়।"
আমি পগল! আমি পাগল! আমি পাগল!

তোমাকে হারিয়ে হয়েছি আমি "একা"
তুমি আমার না চাওয়ার পাওয়া।
আমি তোমাকে ছেরে পেয়েছি অনেক কিছু!
তোমার বাতাসে,"মুক্তার আলোই" পথ চলা।

চলেছি আমি মুত্তার আলোর অন্ধকারের ভিড়ে
'সমাবেসে 'বলছে সবাই!
পাগল হয়েছি;তোমায় ভালোবেসে।

তোমাকে হারিয়ে হয়েছি আমি "একা "
তুমি আমার হারানো বন্ধু "সাথীহারা"।।

-


5 JUN 2023 AT 12:19

জানি আমি, বাসিভালো তবুও দূরে রাখ, 
এটাই তো তোমার সমাহীন পরিচয়।
কথাগুলো ভেসে আছে,দোয়াত আছে কালি শেষ প্রায়,
আমি পাগলিনী তোমার প্রেমহীন কবিতায়।
আমি ছন্দহীন "পরে কথা হবে" এই শব্দটাই
তোমার প্রেম যেন কঠিন অসমাপ্ত তাই ,
ভালবাসি তোমাকে,আমি আছি!
ছুটে গেছি তোমাকে দেখার অজানা ঠিকানায়।

-


5 JUN 2023 AT 12:10

~ সূর্য্য ~

সূর্য্য! তুমিই আমার পৃথিবী।
তোমার খুশিতে আমি হাসি,তুমি কাঁদলে আমিও কাঁদি,
তোমার জগতে, তুমি বলবান
আমরা! প্রজা, তুমি শক্তি।

তোমার তেজে জ্বলছে জগৎ,
তুমি পারছ না, শান্ত হতে,"মা"-র মতন করে।
তুমি, শান্ত হলে
আমিই জিতে নিতাম, তোমার রাঙাচরণ ।

তোমার কথা ভাবতে গিয়ে আমি এক মুর্খ্য।
তোমার শক্তিতে জলছে আগুন এই ধরনীর তীরে
আমি মানুষ! তুমি ভগবান!
দেখছো আমায়,এররকম তেজ দিয়ে।

"মা"-র শক্তিতে
তুমিই তেজহীন-বর্ণহীন-গন্ধহীন।
আছরে পর, বুকটি চিরে আমিই এই "ধরণী"।

তোমার কথা বলব আমি সকাল থেকে সন্ধে।
শান্ত কর; এ সৃষ্ট জগৎ,
সকল কিছুর উৎস ।।

-


4 JUN 2023 AT 19:16

"Birth" is start of life..
"Beauty" is art of life...
"Love" is part of life....
"Romantic" is very nice of life.....

-


4 JUN 2023 AT 16:52

~প্রীতিলতা~

তুমি আমার সবুজ শক্তি সবুজ পাতায় মোরা
সকল কিছুর মাঝে তোমায় খুজে পাওয়া।
সবুজ,সবুজ ,সবুজ-লতা পাহাড় দিয়ে ঘেরা
লতা তোমার মুখের হাসি সবার চেয়ে সেরা।
তুমি খুবই স্পর্শকাতর যেন লজ্জাবতী
তোমার ছোঁয়া আকাশ এক পূর্ণ সৃষ্টি ।
তোমার দুঃখ কেউ বোঝেনা এক আনন্দের সাথী
দুঃখ হাসি মিথ্যে মায়ায় এক সুখ পাখি।
প্রীতিলতা-প্রীতিলতা নামে ডেকে সারা
ঠিকানার খোঁজ আজও মেলে না সারাদিন! সকাল- বিকেল- রাত্রিবেলা ।
মনের আকাশে মন পুড়ে যায় বৃষ্টি তোমায় ছাড়া ।
না না খুঁজবো না তোমায়, দেখবো না তোমায়, ভাববো না তোমায় এ ভীষণ যন্ত্রণায়।।

-


4 JUN 2023 AT 14:26

কলকাতা

এ শহর বড় আজব তর
কঠিনতম মানুষ সম।
তুমি থাকো অট্ট সুখে অট্টালিকা পারে
ছাদহীন মুমূর্ষ প্রান যেন বিষণ্নতার আঁধারে।
সাজছো তুমি দিনে রাতে নানা রকম রং-এ শং-এ
সাজলে তোমায় ভালই লাগে অজানা অচেনা এক ঢং-এ।
ভালোবাসাবাসী তোমার এহাত-ওহাত
ব্যথাতুর জীবন কাটাচ্ছে দেখো আনাছে কানাচ।
তোমার বুকের উপর ছুটছে যত গাড়ি-ঘোড়া যান
চলতে চলতে হারাচ্ছে দেখো, কত রক্তঝরা প্রাণ।
এত সুর এত গান তোমারই এক জীবন্ত দান
কাঁদতে কাঁদতে হাসছে দেখো শতশত দুঃখী মনপ্রাণ।
আমি আজও ঘামে ভিজে ঠেলে চলি এক ঠেলা গাড়ি
এই ভালোবাসা ছিলে আমার! কলকাতা তুমি।।

-


Fetching sudip sadhukhan Quotes