Sudip Mondal   (বহুরূপী)
184 Followers · 115 Following

read more
Joined 28 April 2018


read more
Joined 28 April 2018
26 MAY 2024 AT 2:46

হারিয়ে গেছে অনেক আগেই, ছিল কিছু কথা।
বাস্তবতার অজুহাত দেখিয়ে তর্ক করে অযথা।।

-


31 OCT 2021 AT 19:53

পরিশ্রম ক্লান্তি শেষে আবার পরিশ্রম ।।

-


17 OCT 2021 AT 21:24

কত কথা শুরু হয় ভালোবেসে,
কত কথা মুছে যায় মোবাইলের ব্যাকস্পেসে।।

-


17 OCT 2021 AT 21:15

অবহেলার চ্যাটগুলো গুমরে গুমরে মরে,
কথাগুলো তো জমতেই থাকে ব্লকলিষ্টের ওই পারে।।

-


11 OCT 2021 AT 23:31

বয়স বাড়লে বোধহয়,
সবেতেই দূরত্ব তৈরি হয় ।।

-


10 OCT 2021 AT 20:38

যারাই বিশ্বাস ভাঙ্গে, তারাই আবার বাঁধে চাই শর্তে,
বন্ধুত্ব তো প্ররোচনার মাধ্যম, তুমি পড়ে থাক গর্তে।।

-


10 OCT 2021 AT 19:22

মন তো তারাই ভাঙ্গে ,
যারা মনের উপত্যকায় বাসা বাঁধে।।।

-


4 OCT 2021 AT 10:30

ইচ্ছেগুলো
প্রকাশ পাক,
ক্লান্ত না হয়ে
উড়তে থাক।

-


1 OCT 2021 AT 0:53

দুর্ভাগ্যের বিষয় এই যে,

সময় বদলানোর আগেই মানুষ বদলে যায়।।

-


30 SEP 2021 AT 18:27

আঁকড়ে থাকা বাধনগুলো ছিঁড়ছে প্রতিনিয়ত,
অভিমানী দুটি জেদি মন হচ্ছে ক্ষত বিক্ষত।।

-


Fetching Sudip Mondal Quotes