বোবা মনের পরিচয়।
ফেরত আসেনি
তারায় ভরা সুন্দর রাত্রি ✨
নির্ঝর স্বপ্নে তোমায় ভালোবেসে
আমি কাছে ডাকতেই পারি,
যদিও অসংখ্য স্মৃতির ভিড়ে কাঙ্খিত স্বপ্ন আজ হয়েছে বরফ।
চাইলে তুমি, হৃদপিন্ড উপহার আমি দিতেই পারি,
কিন্তু, ভালোবাসা ছাড়া, আজ এ হৃদয় জমে বরফ।-
🌼আমার বরাবরই "সাধারণ" ভাবে থাকা ব্যাপারটা খুব ভালো লাগে🌼
আমি যদিও একদমই সুন্দর নই !
তবুও আর পাঁচটা সুন্দর পুরুষের মতো নিজের ত্বকের খেয়াল রাখা, যত্ন রাখা, চোখের নীচে কালো দাগটা বেড়েছে নাকি কমেছে, এইসব ব্যাপারে কোনদিনই লক্ষ রাখিনি, কারন আমার সবসময়ই ভালোলাগে আমি যেমন, ঠিক যেন তেমনই থাকি । বাড়ি থেকে বেরোনোর সময় মুখে দামী দামী পাউডার, ফাউন্ডেশন এগুলো আমার তালিকার একদমই বাইরে । সারাদিন এরকম সুদর্শন মুখোশ রেখে লাভটাই বা কি হয়, সেইতো দিনের শেষে জলের স্রোতে আসল চেহারাটাই আয়নায় ফুটে উঠবে😊
তাই,আমি যেমন ঠিক তেমনই থাকতে ভালোবাসি 🌿-
আধঘন্টার জন্য দেখা করে পার্কে বসে চুমু খাব না, বরং সারাদিনের অফিসের পর বাড়ি ফিরে দু'দন্ড হাতে হাত রেখে গল্প করব একসাথে। ক্যাফেটেরিয়ার দামি কফির বদলে সকালে ঘুম থেকে উঠে গরম চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসব দু'জনে। ফোনে ফোনে ঝগড়া করে ব্লক করব না, রান্নাঘর থেকে চেঁচিয়ে, ঘটি বাটিতে দুমদাম আওয়াজ করে ঝগড়া করব। "তুমি খেয়েছ?" জিজ্ঞেস করে দায় সেরে ফেলব না, নিজের হাতে থালা সাজিয়ে দেব, বসে থাকব খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। একসাথে বৃষ্টি ভেজা হয়ত হবে না, তবে বাড়ি থেকে বেরোনোর আগে মনে করে ছাতাটা সঙ্গে দিয়ে দেব তোমার।
তোমার সাথে প্রেম নয়, সংসার করব।❤️-
টাপুরটুপুর আওয়াজ
মেঘেরা ভেসে চলে, কত গল্পকথা বলে।
মেঘের বৃষ্টি স্বাধীন,
পিছুটানহীন।
কোথাও কি বৃষ্টি হয় ঘরে ফেরার টানে?
অজান্তেই আনমনে।
এই বৃষ্টি ভেজা দিনে তুমি নেই বলে
সব হারিয়েও সেই পাখিটার জল জমেনি চোখের কোনে.....
নিজের ডানার পালক ছিঁড়ে নতুন করে স্বপ্ন বোনে....-
আমি তোমার অভাব অনুভব করছি...
পৃথিবীতে প্রতিটা মূহুর্তে কেউ না কেউ কারো না কারো জন্য অপেক্ষা করে ... কেউ বৃষ্টির জন্য ... কেউ খাবারের জন্য ... কেউ প্রিয় মানুষটার জন্য ... কেউ রিকশার জন্য ... কেউ এক গ্লাস জলের জন্য ... কেউ ছোট্ট একটা মেসেজের জন্য কিংবা কারো একটা ফোন কলের জন্য অথবা এক মূহুর্তের জন্য কারো কন্ঠ শোনার জন্য !! সব অপেক্ষার শেষটা মধুর হয় না ... কখনো কখনো বৃষ্টি নামে ... কখনো কখনো মেঘগুলো ভীষণ ধোঁকা দিয়ে যায় ... বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে , অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়, হয়ত সে স্বপ্নে আসবে।❤❤-
পৌষ
পৌষ মানে হিমেল বাতাস
খেঁজুর গুড়ের পিঠে,
ভোরের রবি রঙিন থালা
দেখতে দারুণ মিঠে।
পৌষ মানে গঙ্গাসাগর
এদিক-ওদিক ঘোরা,
মন ছুটে যায় সাগর গিরি
খুশির নয়ন জোড়া।
পৌষ মানে ফুলের বাহার
বেগুন কড়াইশুঁটি,
চড়ুইভাতি, বইয়ের মেলা
একটু বিরাম,ছুটি।
পৌষ মানে দিগন্ত মাঠ
সবুজ ধানের চারা,
স্মৃতির টানে খুঁজতে থাকা
হারিয়ে গেছেন যারা।
পৌষ মানে নতুন বছর
একটা বছর শেষ,
এগিয়ে চলা নিজের মতো
সঙ্গে সুখের রেশ।-
অসংখ্য ধ্রুবতারা পথ দেখিয়েছে,
তবু গন্ত্যবের আগে থেমে গেছে পা।
বিশাল গগনে রবি কেন একা?
আজ মতামত পেশ করেছে সুর্য
বলছে, আমি সমস্ত শক্তির উৎস।
উষ্ণতায় পরিপূর্ণ হোক আমার এ জগৎ
যার অস্তিত্বের না গ্রহন থাকবে......
আর না অস্ত যাওয়ার বাধ্যতা....।
দীপ্তির মাঝে যেন অনন্য শীতলতা।।।
-
মিঠে রোদের মলাটে
স্মৃতিরা বাঁচে;
এলোমেলো আদরে!
এক মুঠো ভালবাসা
সাথে খুব পুরাতন ছেঁড়া একটা চিঠি,✉️
পুরোনো সোয়েটারে লেগে আছে তার চুল, প্রস্ফুটিত গোলাপের সৌন্দর্য ঢাকে, নিকোটিনের ধোঁয়া।
স্মৃতির ড্রয়ারে মনকেমনের গল্প, 📝
হাতছানি দিয়ে যায়
আর অভিমান ভাঙে অল্পস্বল্প।
দুরে থাকার জন্য ভালোবাসা?
নাকি ভালোবাসার জন্য দুরে থাকা!-
Life is not about the quantity of friends you have.🧑🏻🤝🧑🏻👬🏻🧑🏻🤝🧑🏻👬🏻🧑🏻🤝🧑🏻👬🏻🧑🏻🤝🧑🏻
It's about the quality of friends you have👬🏻🧑🏻🤝🧑🏻-